শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeখেলাধুলাবাংলাদেশকে দুর্বল দল বলছেন মাইকেল ভন!

বাংলাদেশকে দুর্বল দল বলছেন মাইকেল ভন!

কাগজ ডেস্ক: গেল কয়েক বছর ধরে দারুণ খেলছে বাংলাদেশ। সেই সূত্রে ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের নিয়ে বাজি ধরছেন ক্রিকেটের অনেক রথী-মহারথী। তাদের মতে, এবারের বিশ্ব আসরে চমক দেখাবে মাশরাফি বাহিনী।

তবে ভিন্নকথা বলছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং বিভাগকে গড়পড়তা হিসেবে গণ্য করেছেন তিনি। সামগ্রিকভাবে লাল-সবুজ জার্সিধারীদের তলানিতে রাখছেন এ ক্রিকেট বিশ্লেষক।

সম্প্রতি ইউটিউবে ক্রিকেট নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেছেন ভন। এতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা দলগুলোকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন তিনি। বাংলাদেশ স্কোয়াড নিয়েও কথা বলেছেন জনপ্রিয় এ ধারাভাষ্যকার। শক্তির বিচারে প্রতিটি দলের বোলিং আক্রমণ এবং ব্যাটিং লাইনআপকে নম্বর দিয়েছেন তিনি।

মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনদের নিয়ে গড়া বাংলাদেশের বোলিং বিভাগকে ১০ নম্বরের মধ্যে মাত্র ৫ দিয়েছেন ভন। সেই তুলনায় টাইগারদের ব্যাটিং লাইনআপ বেশি নম্বর পেয়েছে। দলের চার অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ব্যাটিং লাইনআপে। হয়তো সেই কারণে ব্যাটিংয়ে ১০-এর মধ্যে ৬ নম্বর দিয়েছেন তিনি। তবে টাইগারদের সামগ্রিকভাবে ১০ নম্বরে মাত্র ৪ নম্বর দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট মস্তিষ্ক।

সেই ভিডিওবার্তায় ভন বলেন, বাংলাদেশের বোলিং ১০ নম্বরের মধ্যে পাবে ৫। দলটিতে রয়েছে সাকিব, পেস বোলিং বিভাগ মোটামুটি ভালো। ব্যাটিংয়ে রয়েছে তামিম-সাকিব। এ ক্ষেত্রে ১০-এ ৬ পাবে তারা। সব মিলিয়ে দলীয় পারফরম্যান্স তেমন সন্তোষজনক নয়। তাই ১০-এর মধ্যে ৪ দিচ্ছি।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। আর আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চের মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments