বুধবার, মার্চ ১৯, ২০২৫
Homeখেলাধুলাশুরুতেই সহজ ক্যাচ হাতছাড়া, মাশুল গুনছে বাংলাদেশ

শুরুতেই সহজ ক্যাচ হাতছাড়া, মাশুল গুনছে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক: ইনিংসের পঞ্চম ওভারে উইকেট পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত। কিন্তু ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে গিয়েও ক্যাচটি মুঠোয় জমাতে পারেননি তিনি। দলীয় ১৮ ও ব্যক্তিগত ৯ রানে লাইফ পান রোহিত শর্মা। ১৮ রানেই ব্রেক থ্রু পাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু রোহিত শর্মার ক্যাচটি তালুবন্দি করতে পারেননি তামিম ইকবাল। নতুন লাইফ পেয়ে আক্রমণাত্মকে হয়ে ওঠেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ৩২ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৯৫/১ রান। ১০৪ রান করে আউট হন রহিত শর্মা, এখন  ৯ ও ৭৭ রানে ব্যাট করছে কোহলি ও রাহুল।

মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় এ ওপেনার চলতি আসরে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন। ধারাবাহিক পারফর্ম করে যাওয়া রোহিতকে নতুন জীবন দিলেন তামিম ইকবাল। বাউন্ডারিতে রোহিতের ক্যাচ তালুবন্দি করতে পারেননি তামিম।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments