শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeখেলাধুলাআফগানদের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

আফগানদের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদক: ক্রিকেটের বহুল প্রচলিত টার্ম- ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ বাংলাদেশের ক্ষেত্রে এই আপ্তবাক্যটিই সত্যি হল। শুরুতে নাসুম আহমেদ, মাঝপথে আফিফ হোসেন আর শেষের দিকে নাঈম শেখের সহজ ক্যাচ মিসে লড়াইটুকুও করতে পারল না বাংলাদেশ। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছে ৮ উইকেটে।

১১৬ রানের লক্ষ্য সহজেই টপকে টি-টুয়েন্টি সিরিজ ১-১ সময়তায় শেষ করল আফগানিস্তান। ১৪ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সফরকারীরা।

First Paragraph emcon
অথচ শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজ থেকে ভালো সুবিধা পাচ্ছিলেন বোলাররা। উইকেট ছিল অসমান বাউন্স। প্রথম ওভারের তৃতীয় বলেই সুযোগ এসেছিল হযরতউল্লাহ জাজাইকে আউট করার।

হাই ক্যাচ ধরতে ব্যর্থ হন বোলার নাসুম আহমেদ। তখনও রানের খাতা না খোলা জাজাই শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন।

উসমান গনি ব্যক্তিগত ৩৯ রানে দু’বার জীব পান। মেহেদী হাসানের করা পর পর দুই ওভারে মিড উইকেটে সহজ ক্যাচ ছাড়েন আফিফ হোসেন ও নাঈম শেখ। পরে গনি ৪৭ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে।

শুরুতে ক্যাচ মিসের পরও প্রতিপক্ষের প্রথম উইকেট দ্রুতই তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদীর বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন রহমতউল্লাহ গুরবাজ (৩)। আফগানদের সংগ্রহ তখন ৩ রান। দ্বিতীয় উইকেট পড়ে একশ পেরিয়ে। জাজাই-গনির ৯৯ রানের জুটি সফরের শেষ ম্যাচে আফগানিস্তানকে এনে দেয় সহজ জয়।

টস জিতে আগে ব্যাটিং বেছে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান। টাইগার অধিনায়ক করেন ১৪ বলে ২১ রান। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর ৪৩ রানে জুটিতে ভর করে একশ পেরোয় বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন মাহমুদউল্লাহ। এ ম্যাচের আগে ১৯ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। আফগান লেগ স্পিনার রশিদ খানকে চার মেরে পৌঁছান দুই হাজারে। ওই ওভারেই আউট হন তিনি। জুটি ভাঙার পর মুশফিকও টিকতে পারেননি।

নিজের শততম টি-টুয়েন্টিতে ২৫ বলে মুশফিক ৩০ রানের ইনিংসটি সাজান চারটি চারে। টপঅর্ডার ব্যাটার নাঈম শেখ ও লিটন দাস ১৩ রানে আউট হন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

মুনিম শাহরিয়ার ৭, সাকিব আল হাসান ৯, আফিফ হোসেন ৭, শেখ মেহেদী হাসান ০ রানে আউট হন। মোস্তাফিজুর রহমান ৬ ও নাসুম আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন।

ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই তিনটি করে উইকেট নেন। মোহাম্মদ নবী ও রশিদ খান নেন একটি করে উইকেট।

প্রথম ম্যাচে ৬১ রানের জয়ে সিরিজে ১-০ তে যাওয়া বাংলাদেশের শেষের ম্যাচটা সুখবর হলো না। বড় জয় নিয়েই রোববার বাংলাদেশ ছাড়ছে আফগানিস্তান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments