বাংলাদেশ প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। সেখানে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫৭ রান সংগ্রহ করে দ্বীপ-দেশটি।
শ্রীলঙ্কার সামারা বিক্রমা দলের পক্ষে সর্বোচ্চ ৭২ বলে ৯৩ রান করেন। এছাড়া ৭৩ বলে ৫০ রান করেন উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট লাভ করেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এছাড়া দু’টি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।