রবিবার, মে ১৯, ২০২৪
Homeখেলাধুলাহায়দ্রাবাদে রেকর্ড বইয়ে তোলপাড় করল দক্ষিণ আফ্রিকা

হায়দ্রাবাদে রেকর্ড বইয়ে তোলপাড় করল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ প্রতিবেদক: হায়দ্রাবাদে মার্করাম তো গড়ে ফেললেন ইতিহাস, বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম শতক এখন তার। ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকাও। বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা নিজেদের দখলে নিলো তারা। আগের সর্বোচ্চ অস্ট্রেলিয়ার ৪১৭ রানের রেকর্ড ভেঙে দিয়ে বাভুমা বাহিনী থেমেছে ৫ উইকেটে ৪২৮ রানে।

এর আগেও সাতবার ৪০০ ছোঁয়া সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপেও এই নিয়ে তৃতীয়বার। তাছাড়া এক ইনিংসেই তিন ব্যাটারের সেঞ্চুরির রেকর্ড আগেও আছে দলটির। এক ইনিংসে তিন সেঞ্চুরি আজসহ ক্রিকেট বিশ্ব দেখলো মোটে চারবার, যার মাঝে তিনবারই করেছে প্রোটিয়ারা।

আজ শতক হাঁকিয়েছেন কুইন্টন ডি কক, ভেন ডুসেন ও এইডেন মার্করাম। যেখানে সবেচেয়ে ভয়ংকর হয়ে উঠেছিলেন মার্করাম, ৪৯ বলে শতক তুলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিশ্বকাপ ইতিহাসে তার চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পারেনি আর কেউ! আউট হবার আগে করেন ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রান।

আজ অরুন জেটল স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে উঠে দলটা। শুরুটা অবশ্য হয়েছিল মাত্র ১০ রানে বাভুমাকে হারিয়ে। আফ্রিকান অধিনায়ক আউট হন দ্বিতীয় ওভারে মাত্র ৮ রান করে।

এরপর চিত্রনাট্যই বদলে দেন কুইন্টন ডি কক ও ভেন ডুসেন। দু’জনে মিলে গড়েন ১৮০ বলে ২০৪ রানের জুটি। দু’জনেই স্পর্শ করেন শতক। ৮৪ বলে ১০০ করে ডি কক আউট হলে ভাঙে এই জুটি। ডুসেন থামেন ১১০ বলে ১০৮ রান করে। তবে ততক্ষণে শতকের নেশা পেয়ে গেছে মার্করামকে।

চারে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাট করতে শুরু করেন এই ব্যাটার। ক্লাসেনের সাথে ৩৮ বলে ৭৮ ও মিলারের সাথে করেন ২৪ বলে ৪১ রানের জুটি। ৪৯ বলে ক্যারিয়ারের অষ্টম শতক ছুঁয়ে থামেন তিনি। ক্লাসেন করেন ২০ বলে ৩২ রান। ডেভিড মিলার অপরাজিত থাকেন ২১ বলে ৩৯ রানে। জানসেন করেন ৭ বলে ১২।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments