বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানৌকার মিছিলে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমানের মৃত্যু

নৌকার মিছিলে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমানের মৃত্যু

কাগজ প্রতিনিধি: সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজিবুর রহমান নজিব (৫৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আজকের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের অপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে আইনজীবীরা রাজধানীর ধানমন্ডিতে একটি মিছিল বের করেন। ওই মিছিলের একেবারে প্রথম সারিতেই ব্যানার হাতে অবস্থান করছিলেন নজিবুর রহমান। তখন হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে সবাই রিকশায় উঠিয়ে পাশের ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নজিবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।

আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে প্রথম ও আসর নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, মো. নজীবুর রহমান নজীব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আলোচিত পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলাসহ অসংখ্য মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments