শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকালাইয়ে তিন দিন ব্যাপি বিনোদনমূলক আয়োজন ‘আড্ডা’র উদ্বোধন

কালাইয়ে তিন দিন ব্যাপি বিনোদনমূলক আয়োজন ‘আড্ডা’র উদ্বোধন

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের কালাইয়ে ব্যাক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল ও গার্টেন একাডেমীর শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে প্রতি বছরের ন্যায় এবারও তিন দিন ব্যাপি বিজ্ঞান মেলা, বই মেলা, ইন্টারনেট উৎসব, বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পিঠা উৎসবের এক বিশাল অনুষ্ঠান “আড্ডার” উদ্বোধন করা হয়েছে। তিন দিন ব্যাপি এ অনুষ্ঠান প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান চত্বরে আড্ডার উদ্বোধন করেন প্রধান অতিথি কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে তিন দিন ব্যাপি আড্ডার আয়োজন করেন কতৃপক্ষ। শিক্ষার্থীদের উদ্যের্শে এবং তাদের অনুপ্রেরণা যোগাতে কতৃপক্ষ প্রতিষ্ঠান চত্বরে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বিভিন্ন লেখকের বই, ইন্টারনেটের ব্যবহার, পিঠার স্টলসহ ২২ প্রকারের স্টল স্থাপন করেছেন। স্টলগুলোতে সাজানো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ইন্টারনেটের ব্যবহার এবং বিভিন্ন লেখকের বই পড়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে সর্বদা আলোকপাত হচ্ছে। যাতে করে সহজেই নিচের ক্লাশের শিক্ষার্থীরা এগুলো চিনতে, বুঝতে এবং ব্যবহার করতে পারে সে কারণেই উপরের ক্লাশের শিক্ষার্থীদের স্টলগুলোতে বসানো হয়েছে। এ উপলক্ষ্যে ওমর কিন্ডারগার্টেন স্কুল ও গার্টেন একাডেমির অধ্যক্ষ আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে মেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনসহ হাতিয়র কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং ওমর কিন্ডারগার্টেন স্কুল ও গার্টেন একাডেমির পরিচালক মোস্তাক আহম্মেদ বক্তব্য দেন। পরে প্রধান অতিথি স্টলগুলো পরিদর্শন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments