শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ

রবিউল ইসলাম: পুলিশ সেবা সাপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর সদর থানা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের তমিজ মার্কেট এসে শেষ হয়। পরে সদর থানা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল (এমপি), পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, (ওসি তদন্ত) মোসলেহ্ধসঢ়; উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সদর থানা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুমদার প্রমুখ। পরে সাধারণ পথচারী, দোকান পাট ও বাসা-বাড়িতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ। এসময় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, জনগণকে সচেতন ও নিরাপদ থাকার জন্য পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। এ লিফলেটে সচেতনতামূলক ১২টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে এসব লিপলেট বিতরন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments