বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে বাদী-বিবাদী ও আত্মগোপনে থাকা ব্যক্তি শ্রী-ঘরে!

রায়পুরে বাদী-বিবাদী ও আত্মগোপনে থাকা ব্যক্তি শ্রী-ঘরে!

তাবারক হোসেন আজাদ: ১৮ শতাংশ জমি দখল করতে না পেরে এক প্রভাবশালী ব্যক্তি তার ছোট ভাইয়ের স্ত্রীকে দিয়ে স্বামীকে অপহরণ ও গুমের মামলায় আত্মগোপনে থাকা ব্যক্তি, তার স্ত্রী বাদীনি ও বিবাদীকে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে প্রায় ৫ মাস আগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃধা বাড়ীতে। সোমবার দুপুরে (২৮ জানুয়ারী) গ্রেফতারকৃত তিনজনকেই আদালতের মাধ্যমেই কারাগারে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর উত্তর চরবংশী গ্রামের মোস্তফা মৃধা তার ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধু রিনা আক্তারকে (৩২) দিয়ে স্বামী ফারুক মৃধা (৪৫) কে অপরহণ ও গুম করা হয়েছে মর্মে একই এলাকার আমির হোসেন ছেলে নিরীহ দিনমজুর জাকির মিঝিসহ ৫জনকে আসামী করে আদালতে মামলা করেন। থানা পুলিশ ও গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে চরবংশী গ্রামের প্রভাবশালী মোস্তফা মৃধার সাথে একই গ্রামের নিরীহ দিনমজুর জাকির মিঝি গংদের ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গ্রামে একাধিকবার শালিশ বৈঠক বসলেও বাদী আসলে তো বিবাদী আসেনা বিবাদী আসলেও বাদী আসেনা এ অবস্থার মধ্যে দিন অতিবাহিত হচ্ছে। বিরোধকৃত জমি দখল করতে না পেরে মোস্তফা মৃধা ও তার ছোট ভাই ফারুক মৃধার স্ত্রী রিনা আক্তারকে দিয়ে তার স্বামীকে অপরহণ ও গুম করা হয়েছে মর্মে লক্ষ্মীপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলা গ্রহন করে অপহৃত ফারুক মৃধা (৪৫) কে উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রায়পুর থানার ওসিকে নির্দেশ দেন আদালত। গত ৪ মাস তদন্ত অবস্থায় কৌশলে ঘটনার মূল নায়ক মোস্তফা মৃধাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অপহরণ ও গুমের মামলাটি মিথ্যা ও সাজানো এবং অপহৃত ফারুক মৃধা বরিশাল শহরে এক স্বজনের বাড়ীতে আত্মগোপনের আছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী কৌশলে অপহৃত ফারুক মৃধাকে বরিশাল, মামলার বাদী রিনা আক্তারকে তার বাড়ী ও বিবাদী জাকির মিঝিকে চরবংশী খাসেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আটক ফারুক মৃধা, তার স্ত্রী রিনা আক্তার ও বড় ভাই মোস্তফা মৃধা বলেন, আমাদের প্রতিপক্ষ জাকির মিঝি গংদের কাছ থেকে ১৮ শতাংশ জমি দখল করতে না পেরে অপহরণ ও গুমের মামলা করা হয়েছিল। আমরা ভুল করেছি। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, আদালতের নির্দেশনা পেয়ে তদন্ত করতে গিয়ে আসল ঘটনা বেড়িয়ে আসে। কৌশলে বাদী রিনা আক্তার, ঘটনার মুল নায়ক তার ভাসুর মোস্তফা মৃধা ও স্বামী ফারুক মৃধাকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments