বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ১৯৩টি সরকারী-বেসরকারী বিদ্যালয়ে নেই অফিস সহকারী

রায়পুরে ১৯৩টি সরকারী-বেসরকারী বিদ্যালয়ে নেই অফিস সহকারী

তাবারক হোসেন আজাদ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুধু ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের পড়ানোই কাজ নয়। দায়িত্ব আছে আরো অনেক। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা থেকে শুরু করে নানা ধরনের কাগজপত্র প্রস্তুত করতে হয় শিক্ষককেই। দাপ্তরিক কাজকর্মের জন্য নেই বাড়তি জনবল। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সম্পর্কে তথ্যানুসন্ধান চালিয়ে জানা গেছে, বাড়তি কাজের চাপে শিক্ষকদের পাঠদানে বিঘ্ন ঘটে। শিক্ষকরাও জানান, শিক্ষার্থীদের পাঠদান ছাড়াও তাদের অনেক বিষয় নিয়েই কাজ করতে হয়। অনেক সময় নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন কাগজপত্র প্রস্তুত করা নিয়ে ব্যস্ত থাকতে হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপবৃত্তির কাগজপত্র প্রস্তুত করা, শিক্ষার্থীর মায়ের ছবি, আইডি নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ, এলাকার ৪ বছর থেকে ১৫ বছরের শিশুদের ওপর জরিপ চালানো, ঝরে পড়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, খোঁজ খবর নেওয়া, বই বিতরণ, পাঠ্যসূচি প্রণয়ন, পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ নানাবিধ কাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই করে থাকনে। সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও রয়েছে অভিভাবকদের সাক্ষাৎকার, মতবিনিময় ও শিক্ষার্থীদের হোম ভিজিট। বিশেষ করে প্রধান শিক্ষকের ওপর থাকে ব্যাপক চাপ। এসব কাজ স¤পাদনের জন্য কোনো অফিস সহকারী নেই। সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সুচারুরূপে স¤পাদনের ক্ষেত্রে একজন অফিস সহকারী থাকা সময়ের প্রয়োজন। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, অতি দরিদ্র পরিবারকে সহায়তা এবং ঝরেপড়া রোধ করতে শিক্ষার্থীদের মাসিক ১০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের এই উপবৃত্তির আওতায় আনতে শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ছুটতে হয়। দিনের পর দিন সময় ব্যয় করতে হয় এ কাজে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুধু ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের পড়ানোই কাজ নয়। দায়িত্ব আছে আরো অনেক। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা থেকে শুরু করে নানা ধরনের কাগজপত্র প্রস্তুত করতে হয় শিক্ষককেই। দাপ্তরিক কাজকর্মের জন্য নেই বাড়তি জনবল। ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার জানান, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতার কাজও করতে হয়। উপবৃত্তির কাজের জন্য শিক্ষকদের ক্লাসে ব্যাঘাত ঘটে। কোনো অফিস সহকারী না থাকায় উপবৃত্তি তৈরি করতেই একজন শিক্ষকের ১৫ থেকে ২০ দিন সময় দিতে হয়। শিক্ষকরা ক্লাস ফেলে উপবৃত্তির কাজে সময় দেন। একই রকম তথ্য জানিয়ে বামনী ইউনিয়নের মধ্য কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভোটার তালিকার কাজ, শিশু জরিপসহ অনেক কাজই শিক্ষকদের নিজের হাতে সামলাতে হয়। চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পরিচ্ছন্নতার কাজের জন্য বিদ্যালয়ের শিক্ষকরা নিজস্ব টাকায় বেতনে একজন আয়া রেখেছেন। সপ্তাহে দুই দিন তিনি বিদ্যালয়ের বিভিন্ন কাজ কর্ম করেন। রায়পুর ইউনিয়নের চর পলোয়ান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটোয়ারী জানান, ১২ মাসই বিভিন্ন কাগজপত্র তৈরির কাজে ব্যস্ত থাকতে হয় শিক্ষকদের। এই সময় ক্লাস চালিয়ে যাওয়াই চ্যালেঞ্জ হয়ে পড়ে। অভিভাবকরা অনেক সময় অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হয় না। কিন্তু শিক্ষকরা যখন কাগজপত্র তৈরিতে সময় দেন তখন রুটিনওয়ার্ক ব্যাহত হয়, দাবি শিক্ষকদের। রায়পুর শহরের এবং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকই মনে করেন, সরকারি এসব বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার উৎকর্ষতার স্বার্থে প্রধান শিক্ষকের দাপ্তরিক কার্যক্রমে সহায়তার জন্য একজন কর্মচারী নিয়োগ দেওয়া দরকার। তাদের কাজই হবে প্রতিষ্ঠানের কাগজপত্র তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজ বাস্তবায়ন করা। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তবে বাংলাদেশে শিক্ষাখাতে রয়েছে নানাবিধ সমস্যা এবং বিশেষ করে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বাস্তবতায় রয়েছে ব্যাপক সমস্যা, সংকট ও বৈষম্য। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এসব সমস্যার বিষয়ে রায়পুর প্রাথমিক শিক্ষা কর্মকতা টিপু সুলতান জানান, পাঠদানের পাশাপাশি শিক্ষকদের এসব করতেই হবে। আমাদের নিজেরও কোনো অফিস সহকারী নেই।

হয়তো একসময় পর্যায়ক্রমে সবখানেই অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে। এক সময় দপ্তরিও ছিলো না, এখন হয়েছে। আর পরিচ্ছন্নতার কাজটি রুটিনের অংশ। তবে অফিস সহকারী নিয়োগ দেওয়াটা জরুরি বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তাসহ সহকারী শিক্ষা কর্মকর্তাগন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments