শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে নির্বাচনী সহিংসতায় নামে-বেনামে ৭১ জনের বিরুদ্ধে মামলা

রাজাপুরে নির্বাচনী সহিংসতায় নামে-বেনামে ৭১ জনের বিরুদ্ধে মামলা

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে মোঃ সাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ৭১ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। সাহাবুদ্দিন উপজেলার নিজামিয়া এলাকার মৃত গনি হাওলাদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আধ্যক্ষ মনিরউজ্জামান এর পক্ষে ৯ মার্চ গন সংযোগ শেষে দুপুর সাড়ে ১২ টায় ঘটনার স্থানে হামিদ চেয়ারম্যানের বাড়ির সামনে হাবিবের চায়ের দোকানে আঃ রাজ্জাক হাওলাদার ও মোঃ মহিউদ্দিন সহ কতিপয় লোক চা খাওয়ার সময় আ,লীগের বিদ্রোহী প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর আনারস মার্কার সমর্থক আসামীগন সহ অজ্ঞাত নামা আসামীরা বেআইনী জনতাবদ্দে হাতে চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, হাতুড়ি, লাঠি, রড়, হকি স্টিক সহ দেশীও ধারালা অস্ত্র নিয়া তাদের উপর হামলা সহ হাবিবের চায়ের দোকান ভাংচুর করে দোকানের মালামাল নিয়ে যায়। এতে আঃ রাজ্জাক হাওলাদার ও মোঃ মহিউদ্দিন গুরুত্বর আহত হয় এবং দোকান ভাংচুর ও লুটের ঘটনায় তার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা খুন জখমের হুমকি দিয়া মটরসাইকেল যোগে পালাইয়া যায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার কারা সম্বব হয়নি তবে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। মামলা দায়েরের পরই পাল্টে যায় এলাকার দৃশ্যপট। সহিংসতার জের ধরে পুলিশি মামলায় ধরপাকড় আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে। মহিলারা বাসা-বাড়িতে থাকলেও সন্ধ্যার পরই এলাকায় নেমে আসছে সুনসান নীরবতা। গতকাল রবিবার সরেজমিনে ওই এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments