বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাঝালকাঠিতে দুই মাদক বিক্রেতার ১০ বছর করে কারাদণ্ড

ঝালকাঠিতে দুই মাদক বিক্রেতার ১০ বছর করে কারাদণ্ড

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির নলছিটি উপজেলার ২ মাদক বিক্রেতাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দশ বছর করে কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ঝালকাঠি জজ আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরো তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস কে এম তোফায়েল হাসান রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলো অপর দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল হোসেন পালাতে রয়েছে। মামলার বিবরণে জানাগেছে, ২০১৫ সালের ১৯ অক্টোবর দুপুরের দিকে বরিশাল র‌্যাব ৮ এর একটি দল নলছিটি পৌরসভার মালিপুর চর এলাকা (সুগন্ধা নদী) থেকে ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম হোসেন শহরিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলহাটি থানায় একটি মামলা দায়ের করেন। নলছিটি থানার তৎকালিন ইন্সপেক্টর তদন্ত মোহম্মদ কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দন্ড প্রাপ্তরা নলছিটির সূর্যপাশা এলাকার আশ্রাফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার এবং একই এলাকার সিদ্দিকুর রহমান’র ছেলে রাসেল হাওলাদার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments