শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ১০ মাসের শিশু কন্যাকে কবিরাজি চিকিৎসার নামে পুকুরে চুবিয়ে হত্যা

রংপুরে ১০ মাসের শিশু কন্যাকে কবিরাজি চিকিৎসার নামে পুকুরে চুবিয়ে হত্যা

জয়নাল আবেদীন: রংপুরে ১০ মাসের শিশু কন্যাকে কবিরাজি চিকিৎসার নামে পুকুরে চুবিয়ে হত্যা করা হয়েছে, ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করুনী ইউনিয়নের পালিচড়া ফাজিল খাঁ এলাকার বালাপাড়া গ্রামে। রংপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান শনিবার সংবাদ পাই যে পুকুরে পড়ে একটা বাচ্চা মারা গেছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে, মোশরেফা খাতুন (২৬) শিশুর মায়ের সাথে কথা হলে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুর মা জানান জন্মের পর থেকে বাচ্চাটা প্রায় অসুস্থ থাকতো তাই কবিরাজি চিকিৎসা করানো হয়েছে। ওই সুত্র ধরে উক্ত কবিরাজ কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে শিশুটিকে গভীর রাতে পুকুরে চুবানো হয়েছে। শিশু ফারিয়ার মা মোশরেফা খাতুন পুলিশের কাছে জানান ঘটনার রাতে শুক্রবার বাচ্চার বাবা পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিল চলছিল, সেখানে রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে কবিরাজ সামছুলের কথা মত, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে কবিরাজ, কবিরাজের বোন সান্তনাসহ তিন জন মিলে শিশু বাচ্চাকে নিয়ে পুকুর পাড়ে যায়, এবং কবিরাজের কথা মত পুকুরে বাচ্চাকে চুবাতে থাকে, তখন হঠাৎ ঝড় শুরু হলে, তারা ভয়ে বাচ্চাকে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে গিয়ে বাচ্চাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। ধারণা ছিলো বাচ্চাটা বেঁচে আছে। তাকে সুস্থ করতে তেল মালিশ করতে থাকে, কিন্তু কোন কিছুতেই বাচ্চা নড়াচড়া করছিলোনা। পরে এ্যাম্বুলেন্স ভারা করে হাসপাতালে নেয়ারও চেষ্টা করে তারা, তাদের সঙ্গীয় লোকজন বাচ্চা মারা গেছে বুঝতে পারলে আর হাসপাতালে না গিয়ে বাড়িতে ফিরে যায়। পরদিন নাটকীয় ভাবে প্রচার করে যে,শিশু বাচ্চাটি পুকুরে পড়ে মারা গেছে। উল্লেখ্য শিশুর বাবা ফারুক মিয়া বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। পুলিশ জানায় আটক কবিরাজ সামছুল ও শিশুর মাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments