শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রবিউল ইসলাম খান: লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে সাংবাদিকদের সংগঠন ‘ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ’ এর লক্ষ্মীপুর জেলা শাখা। জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। ‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান। ইয়ুথ জার্নালিস্টস ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ। বক্তব্য রাখেন, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মহি উদ্দিন মুরাদ, বিটিভি’র জেলা প্রতিনিধি জহির উদ্দিন, ফোরামের জেলা কমিটির সদস্য রাকিব হোসেন অপ্র, স্থানীয় নতুন পথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, এনজিও সংস্থা ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments