বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঢাকায় পিআইবির আয়োজনে ৩ দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছে লক্ষ্মীপুরের রবিউল

ঢাকায় পিআইবির আয়োজনে ৩ দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছে লক্ষ্মীপুরের রবিউল

কাগজ প্রতিনিধি: আগামী (৪-৬ মে) বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) ৩ দিন ব্যাপি সাংবাদিক বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় অংশ নিবে লক্ষ্মীপুরের তরুণ উদিয়মান সাংবাদিক মো: রবিউল ইসলাম খান। তিনি ঢাকা থেকে প্রকাশিত ডেইলি অবজারভার, আজকের কাগজ,  দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ছাড়া স্থানীয় পত্রিকা গ্রামীণ কণ্ঠ পত্রিকার ব্যবস্থা সম্পাদক পদে রয়েছেন। পরিচিতি: রবিউল বিগত ২০০৩ সালে এসএসসি, ২০০৫ সালে এইচএসসি, ২০১২ সালে বিএ, ২০১৫ সালে মাষ্টার্স পাশ করেন। তিনি ২০০২ সালে সাংবাদিকতা পেশায় নিযুক্ত হন। বর্তমানে ১৭ বছরে সেরা সাংবাদিক হিসেবে ২ টি এওয়ার্ড অর্জন, ২ টি ফোলোশিপ, প্রায় ৬-৮ সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এ ব্যাপারে রবিউল ইসলাম খান বলেন, পিআইবি কর্তৃক ৩ দিনের একটি আবাসিক প্রশিক্ষণ গ্রহনের জন্য দীর্ঘ দিন থেকে ইচ্ছা ছিল। অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। আমি কৃতজ্ঞা প্রকাশ করছি পিআইবি প্রতি। তারা শত শত সাংবাদিকদের মধ্যে আমাকে নির্বাচিত করেছে। আসলে দীর্ঘ ১৭ বছর অনেক সংবাদ প্রকাশ করেছি। তবুও মনে করি প্রশিক্ষণের বিকল্প নেই। এ ছাড়া শিক্ষার কোন বয়স নেই তাই আমি মনে করি আমার আরও প্রশিক্ষণ প্রয়োজন সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি একটি বিষয় মনে রাখার চেষ্টা করি আমার লিখনি মাধ্যমে কোন কেউ যেন আহত না হয়। ভবিষ্যতে এগিয়ে যেতে চাই সকলের সহযোগীতায়। পাশাপাশি সাংবাদিকসহ সকলের কাছে ভবিষ্যত সফলতার জন্য দোয়া প্রার্থী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments