মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলানেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা বন্ধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

নেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা বন্ধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

হুমায়ুন কবির: নেত্রকোনায় সম্মিলিত সামজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে “নারীর প্রতি সহিংসতা বন্ধে করনীয়ক শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রেসক্লাব হলরুমে শনিবার দুপুরে সকল প্রকার সহিসংতার বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা জানান, জেলায় পুলিশ সুপারের তথ্যমতে ২০১৯ জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত মোট ৯০ টি মামলা হয়েছে।
এদিকে জজ কোর্ট সূত্রে জানা গেছে, ২০১৯ জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ২৯৯ টি মামলা হয়েছে।
এছাড়াও বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী নারী নির্যাতন সহ বিভিন্ন সহিংসতার ঘটনা আরো অনেক বেশি ঘটেছে।
সবগুলো মামলা হচ্ছে না। কেন এগুলো বন্ধ হচ্ছে না এসব নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।

মতবিনিময় সভায় রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, জনপ্রনিধি, উকিল, সাংবাদিক, শিক্ষক, ছাত্র এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এসময় সভায় কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জজ কোর্টের পিপি ইফতেখার উদ্দিন মাসুদ, স্বাবলম্বীর বেগম রোকেয়া, ও জন প্রতিনিধিসহ বিভিন্নসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বেশিরভাগ সহিসংতা ঘটনার পিছনে রাজনৈতিক ছত্রছায়া থাকায় বিচার হচ্ছেনা সঠিকভাবে।
মামলার দীর্ঘ সূত্রিতায় বিচার প্রর্থীগন হয়রানীর শিকার হয়ে এক সময় বিচারের আশা ছেড়ে দেয়।
আদালতে স্বাক্ষী হাজির করানোতে গড়িমসিসহ নান ধরনের সংকটের কারণে এসকল সহিসংতা বেড়েই চলছে।
এসব কমাতে শুধু আইনের শাসন দিয়ে হবে না। প্রতিটি ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments