বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসরকারী দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে রংপুরে সড়কে বাসদের...

সরকারী দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে রংপুরে সড়কে বাসদের অবস্থান

জয়নাল আবেদীন: রংপুরের জেলার আট উপজেলার প্রতিটি হাটে ও ইউনিয়ন পরিষদে ক্রয় কেন্দ্র খুলে সরকারী দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বালাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী সমাবেশ থেকে তারা এ দাবি জানান । এর আগে বাসদের নেতা-কর্মী ও কৃষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতন্ডা সৃষ্টি হলে সকলেই প্রধান সড়কের উপর বসে পড়ে শ্লোগান দিতে থাকে। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মূল্যে ধান ক্রয় নিশ্চিত করার দাবি জানান বাসদ নেতারা। সড়কে অবস্থান নেওয়ার কারণে নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়েন ঈদের কেনাকাটা করতে আশা মানূষ জন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদের রাজশাহী জোনের আহ্বায়ক অ্যাভোকেট সাইফুল ইসলাম পল্টু, রংপুর জেলা সমন্বয়ক আব্দুস কুদ্দুস, গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঞ্জু প্রমুখ। বক্তারা বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা সরকারকেই নিতে হবে। মাঠ পর্যায়ের কৃষকরা ছাড়া মৌসুমি কৃষকদের লাভবান করার প্রক্রিয়া বন্ধে শক্ত মনিটরিং বাড়াতে হবে। তারা বলেন, প্রতিবছরই কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। অথচ কৃষক তার উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছে না। সরকারের ভ্রান্ত নীতির কারণে বরাবরই কৃষক সর্বশান্ত হচ্ছে। কৃষক উৎপাদন করে ধান। আর কৃষককে বাদ দিয়ে মিলারদের কাছ থেকে ধান ক্রয় করে সরকার। সমাবেশে রংপুর বিভাগের বাসদের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments