শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে ভাঙ্গনে বিপর্যস্ত হাজারো মানুষের নেই ঈদের আনন্দ

এনায়েতপুরে ভাঙ্গনে বিপর্যস্ত হাজারো মানুষের নেই ঈদের আনন্দ

মারুফা মির্জা-চৌহালী: রাত পোহালেই আসছে রহমত আর বরকতের রমজানের ঈদ। মুসলিম জাহানের এ উৎসবকে ঘিরে প্যান্ট, শার্ট, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী আর বৈচিত্রময় পোশাক কিনে ফিলেছে মোটামোটি সবাই। আর সেদিনের জন্য কোরমা-পোলাও, বিরিয়ানী, সেমাই সহ বাহারী সুস্বাদু খাবার রান্না করার জন্য আগে থেকেই করা হচ্ছে নানান রকমের বাজার সদাই। ঈদে কম বেশী সবার এসব আগাম আয়োজন থাকলেও সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাক্ষ্মনগ্রাম, আড়কান্দি, ঘাটাবাড়ি, বাঐখোলা, পাকড়তলা, জালালপুর, ভেকা গ্রামের নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো হাজারো অসহায় পরিবারের জুটছেনা স্বল্প মূল্যের ১টি পোষাকও। ঈদের দিন এদের শিশু ছেলে মেয়েদের মুখে একটু মিষ্টি সেমাই তুলে দেয়াই দুস্কর। এসব মানুষের মাঝে ঈদ আনন্দ নয়, বিরাজ করছে ভাঙ্গন আতংক। বর্তমানে দুস্ত মানুষ কোন রকমে খাবার খেয়ে রাখছে রোজা, আর ইফতারী করছে শুধুই সাদা পানি ও শাক-ভাত দিয়ে। দেশের অন্যতম নদী ভাঙ্গন কবলিত এলাকা সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাক্ষ্মনগ্রাম, আড়কান্দি, ঘাটাবাড়ি, বাঐখোলা, পাকড়তলা, জালালপুর, ভেকা গ্রামের ক্রমেই জন-মানব শূন্য হয়ে যাচ্ছে। যমুনার উত্তরে ব্রাক্ষ্মনগ্রাম কিছুটা কাজ হলেও এসব এলাকায় ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ না নেয়ায় নদীতে বর্তমানে প্রচন্ড স্রোতে ঘূর্নাবর্তের সৃষ্টি হয়ে ভাঙ্গন অব্যাহত রয়েছে। এরই মধ্যে বেশ কিছু ঘর-বাড়ি নদীতে বিলীন হয়েছে। এছাড়া গত বছরে ভাঙ্গনে বিপর্যস্ত মানুষ গুলো যমুনা পাড়েই আশ্রয় নিয়েছে। তারাও এখন ভাঙ্গনের দ্বারপ্রান্তে। বর্তমানে ধর্মভীরু এই অসহায় মানুষ গুলো রোজা রাখছে কোন রকমে খেয়ে না খেয়ে। রাত পোহালেই ঈদ হলেও। এদের সেই উৎসব-আনন্দ নেই। ছেলে-মেয়েদের জামা কাপড়ের দাবী থাকলেও সেই চাহিদা মেটানোর স্বামর্থ টুকু নেই তাদের। এমন কি ঈদের দিন একটু খানী মিষ্টি সেমাই মুখে দেয়াও তাদের কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে বাঐখোলা গ্রামের মৃত আব্দুল বারীর স্ত্রী বৃদ্ধ চাম্পা খাতুন ও মৃত আমজাদ আলী শেখের স্ত্রী বৃদ্ধ জাহানারা বেগম জানান, আমাদের ভাঙ্গনে সব শেষ। পাড়ে আশ্রয় নিয়ে ছিলাম তাও আজ ভেঙ্গে যাচ্ছে। ঈদ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। এখন কোথায় যাবো এ নিয়েই আমাদের সকল চিন্তা। তারা আরো জানান, আমাদের নাতী-পুতিরা জামা কাপড় চাচ্ছে, কিন্তু কি ভাবে এনে দেব। চায়ের দোকানী চাঁন মিয়া শেখ জানান, গত ঈদও আমাদের ভালই কেটেছে। এবার এই ঈদ যে এতে কষ্টের হবে তা কখনো কল্পনাই করিনি। শিশু সন্তান ও নাতীরা অন্যের দেখাদেখী নতুন পোশাক চাচ্ছে কিন্তু দেয়ার স্বামর্থ নেই। ঈদের দিন যে একটু মিষ্টি সেমাই মুখে দেয়াবো তাও পাড়বো কিনা জানিনা। সব যমুনায় কেড়ে নিয়েছে। আল্লাহ ছাড়া আর কেউ নেই। নির্বাচনের সময় অনেকেই অনেক কথা বলে এখন আর কেউ আমাদের খোঁজ নেয়না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments