বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপ্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ছেলে মেয়েরা: অসীম কুমার

প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ছেলে মেয়েরা: অসীম কুমার

হুমায়ুন কবির: নেত্রকোনা জেলার কেন্দুয়ায় প্রথম মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন নেত্রকোনা -৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শুক্রবার (২১জুন) বিকাল ৩টায় পৌর সদরের চিরাং সড়কের পাশে ওয়াশেরপুর এলাকায় এ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

পরে নেত্রকোনা গণপূর্ত বিভাগের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী পরিচালনা, প্রধান অতিথি অসীম কুমার উকিল এমপি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন প্রত্যেক উপজেলায় একটি মডেল মসজিদ করবেন। তিনি কথা রেখেছেন। এই মসজিদের মাধ্যমে প্রকৃত ধর্মীয় কার্যক্রমসহ ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলে মেয়েরা গড়ে উঠবে।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এড, আব্দুল কাদির ভূঞা, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক নূর খান মিঠু,কেন্দুয়া পৌরসভা মেয়র আসাদুল হক ভূঞা, মডেল মসজিদ ঠিকাদার ও কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা জসিম উদ্দিন ভূঞা, মসজিদে জমিদাতা খায়রুল ইসলাম খান,কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতা,প্রকৌশলী,প্রশাসনিক কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,ইমাম,মাদরাসা শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments