বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মো: রবিউল ইসলাম: সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর দাবীতে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা- কর্মচারীরা। আজ সোমবার (১ জুলাই) সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রাঙ্গণে পৌর সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দুই দিন ব্যাপী এ কর্মসূচি জেলার রায়পুর, রামগঞ্জ ও রামগতি পৌর সভায় পালন করা হচ্ছে আয়োজকরা জানান। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রাঙ্গণে কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সার্ভিস এসোসিয়েশনের জেলা সভাপতি প্রকৌশলী একে এম শামছুদ্দীন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি প্রকৌশলী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সচিব আলাউদ্দিন, মো: শাহজাহান, আজাদ হোসেন, মাকসুদুর রহমান, জসিম উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। এছাড়া তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments