বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দেশের মানুষের জন্য কাজ করতে হবে: সাঁথিয়ায় জেলা...

ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দেশের মানুষের জন্য কাজ করতে হবে: সাঁথিয়ায় জেলা প্রশাসক

আব্দুদ দাইন: সাঁথিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী “মুজিববষর্” পালন উপলক্ষে মুজিব আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে বঙ্গবন্ধু কাঙ্খিত সোনার বাংলা বিনির্মানে ব্যক্তি স্বার্থের উর্ধে¦ উঠে দেশের মানুষের কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” কর্মসুচি বাস্তবায়নে প্রথম বছর পাবনা জেলায় ৯টি উপজেলায় ৯টি গ্রামকে এই কর্মসুচির আওতায় আনা হবে। জলবায়ু ও পরিবেশ রক্ষায় নদীকে দখলমুক্ত করতে হবে এবং বজ্রপাত থেকে জনসাধারনকে রক্ষা করতে কমপক্ষে ১লাখ তাল গাছ রোপন করতে হবে। তিনি বলেন, মেয়ে শিক্ষার্থীদের কথা মাথায়রেখে প্রতিটি বিদ্যালয়ে আলাদা টয়লেট ও “পিরিয়ড সামগ্রীর” ব্যবস্থা রাখতে হবে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিমিয় সভায় বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, অতিরিক্তজেলা প্রশাসক (শিক্ষা) শাহেদ পারভেজ।বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ নিজাম উদ্দিন, আ,লীগনেতা মোজাম্মেল হক খান। মুক্ত আলোচনায় অংশনেন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments