শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর হাওর পাড়ের বন্যা কবলিতদের মধ্যে ত্রান বিতরণ

তাহিরপুর হাওর পাড়ের বন্যা কবলিতদের মধ্যে ত্রান বিতরণ

আহম্মদ কবির: তাহিরপুর উপজেলা টাংগুয়ার বেস্টিত নিম্নাঞ্চলের বন্যা কবলিত এলাকার ৬ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এবং তাহিরপুর থানা পুলিশের সার্বিক সহযোগীতায়। উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর, গোলাবাড়ী,জয়পুর নতুন হাটি, ইসলাম পুর, , মুজরাই,শ্রীয়ারগাও , ছিলানি তাহিরপুর, মন্দিয়াতা, মন্দিয়াতা নতুন হাটি , মইয়াজুরী, কামালপুর সহ১১টি গ্রামে মোট ৬শতাধিক পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ২কেজি চিড়া, কেজি গুড়, কেজি মসুর ডাল, কেজি পেয়াজ, ১লিটার সয়াবিন তেল, আধা কেজি রসুন, ৩কেজি করে আলু বিতরণ করেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
টাংগুয়ার হাওর সংলগ্ন মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিশেষ শাখার ডিআইও (২) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. আমির উদ্দিন, এএসআই আবু মুসা, সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য সাজিনুর মিয়া,প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমি জানি হাওর পাড়ের মানুষ দুর্যোগের মোকাবেলা করতে পারে সাহসীকতার সাথে। আমি আজ নিজের চোখে দেখে গেলাম হাওরপাড়ের মানুষের দুর্ভোগের দৃশ্য। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দিয়েছি তা তুলনামুলক ভাবে খুবই কম, আমি মন্ত্রী মহোদয়, জেলা প্রসাশসকসহ সংশিষ্ট সকলের সাথে কথা বলে আপনাদের দুর্যোগের কথা জানাবো। যাতে করে আপনাদের ত্রাণের পরিমাণ আরো বৃদ্ধি করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments