বুধবার, মার্চ ১৯, ২০২৫
Homeসারাবাংলারংপুরে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই এর মামলা

রংপুরে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই এর মামলা

জয়নাল আবেদীন: খাদ্য দ্রব্যে ভেজাল রোধ ওজন ও পরিমাপ নিশ্চিত করণের লক্ষ্যে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটটি প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল শনিবার দুপুরে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান এম,এ মান্নান এ তথ্য জানিয়েছেন। বিএসটিআই এর অভিযান পরিচালনা করে যে সকল প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সে গুলো হচ্ছে, মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার কল্পনা বেকারী এন্ড রেস্টুরেন্ট, কাকলী সুইটস, নিউ সাঈদ ব্রেড এন্ড কনফেকশনারী, রংপুর নগরীর ভরসা ফ্লাওয়ার মিল্স, তারাগঞ্জের আর বি ফিলিং স্টেশন, মিঠাপুকুরের পিয়ারা ফিলিং স্টেশন, কালী স্টোর ও সততা ট্রেডার্স। তিনি আরো বলেন ওজনে কম দেওয়া পচা ও বাসী খাবার সরবরাহ করার অভিযোগ ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ধারায় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম, পরিদর্শক অনিমেষ মজুমদার, লুৎফর রহমান ও আহমেদ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments