মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Homeসারাবাংলারংপুরে মাদক মামলার পালাতক আসামী স্বামী ও স্ত্রী ফেন্সিডিলসহ গ্রেফতার

রংপুরে মাদক মামলার পালাতক আসামী স্বামী ও স্ত্রী ফেন্সিডিলসহ গ্রেফতার

জয়নাল আবেদীন: মাদক মামলার পালাতক আসামী স্বামী ও স্ত্রীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ।এসময় তাদের বাড়ি থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বামী ও স্ত্রী হচ্ছেন হারাগাছ থানার ভরিগরত মাছহাড়ী এলাকার নারায়ন চন্দ্র বর্মণ (৩৩) ও শান্তনা রানী (৩০)। অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নগরীর মুন্না স্বরনী থেকে ইয়াবাসহ জাকির ইকবাল লিখন (৩৩) কে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানায় কোতয়ালী থানায় ৮ জন, তাজহাট থানায় ৪ জন, মাহিগঞ্জ থানায় ৩ জন, হারাগাছ থানায় ১, পরশুরাম থানায় ১ জন, হাজিরহাট থানায় ১ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জনসহ ১৯ জনকে গ্রেফতার কওে আদালতে প্রেরণ করলে আদালত তাদের জামিননামঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মোটরযান আইনের আওতায় ই- ট্রাফিকিং ব্যবস্থায় ১ শত ৬৩ টি মামলা করে ৪৬ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments