বুধবার, মার্চ ১৯, ২০২৫
Homeসারাবাংলাসাঁথিয়ায় ৬ গ্রামের ২০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

সাঁথিয়ায় ৬ গ্রামের ২০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ৬ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। প্রতিবছরই এই সাঁকোটি ভেঙ্গে যায় আর গ্রামবাসীরা মিলে প্রতিবারই হাঁড়ি চাঁদা তুলে পূনঃনির্মাণ করেন। এভাবেই চলছে তাদের বছরে পর বছর। দেখার যেন কেউ নেই। জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের মধ্যে দিয়ে বড়াল নদীর শাখা নদী বলেশ্বর নদীটি চিনিনাড়ীÑবিলকলমী গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। দীর্ঘদিনেও এই নদীর ওপর কোন ব্রীজ নির্মাণ হয়নি। প্রতিবছরই বর্ষা মৌসুমে গ্রামবাসী হাঁড়ি-চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করেন। এ বাঁশের সাঁকো দিয়ে অত্র এলাকার নলভাঙ্গা,চিনিনাড়ী, সেলন্দা,চরাচিথুলিয়া,বিলকলমী,খামারসানিলা অন্তত ৬ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পারা পার হয়। আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায় ১ শ’ ফুট দীর্ঘ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পার্শ্ববর্তী বেড়া আল হেরা স্কুল এন্ড কলেজ, সাঁথিয়া সরকারী ডিগ্রি কলেজ, বিলকলমী প্রাথমিক বিদ্যালয়,বাঘাবাড়ী, শাহজাদপুর স্কুল এন্ড কলেজে যাতায়াত করে। ফলে প্রায়ই ঘটে কোন না কোন দুর্ঘটনা। কৃষকদের কৃষিপণ্য পারাপারের জন্য একমাত্র ভরসা ওই একটি মাত্র বাঁশের সাঁকো। আশপাশের বিভিন্ন হাট বাজারে যেতে ঝুঁকি নিয়ে কৃষিপণ্য পার করতে হয়। এলাকাবাসীর বহুদিনের দাবী এখানে একটি ব্রীজের। তারা জানায়, এখানে একটি ব্রীজ হলে শুধু এলাকারই উন্নয়ন নয় সাঁথিয়া,শাহজাদপুর ও বেড়া উপজেলার সাথে সহজেই যোগাযোগ সম্ভব হবে। সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, চিনানাড়ী ও বিলকলমী গ্রামের গোলজার প্রাং’র বাড়ির ওপারে আব্দুল হাই এর বাড়ির সামনে পাকা সড়ক পর্যন্ত গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁশ দিয়ে সাঁকোটি নতুন করে মেরামত করছেন। সেখানে তাদেরকে তদারকি করছেন চিনানাড়ী গ্রামের বাসিন্দা ও

চিনানাড়ী দাখিল মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন। তিনি বলেন, আমরা প্রতি বছরই নিজেরাই গ্রামবাসী মিলে চাঁদা তুলে ও সেচ্ছাশ্রমের মাধ্যমে এ সাঁকোটি তৈরি করি। তবে সরকারী সহায়তায় একটি ব্রীজ হলে ৫/৬ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হব। অপরদিকে সেচ্ছা শ্রমের মাধ্যেমে সাঁকো তৈরি করতে আসা চিনানাড়ী গ্রামের সন্তেষ জানান, স্বাধীনতার পর থেকে প্রতিবছরই আমরা সেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে সাঁকো তৈরি করে আসছি। এ বিষয়ে নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগডেমড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ওখানে একটি ব্রীজ হওয়া দরকার। এতে করে ৪/৫টি গ্রামের মানুষের গ্রাম ও শহরের সাথে খুব সহজেই যোযোগের উন্নয়ন হবে। আমি সংশ্লিষ্ট দপ্তরের কথা বলে অতিদ্রুত একটি ব্রিজের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সাঁথিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী শহিদুল্লাহ জানান, আগামী ২০১৯-২০ অর্থবছরেই ওই এলাকায় একটি ব্রীজ নির্মণের চেষ্টা করবো। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, উপজেলা প্রকৌশলীকে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments