শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়া ভূমি অফিসের ষ্টাফ কোয়াটার এখন ডাষ্টবিন

কলাপাড়া ভূমি অফিসের ষ্টাফ কোয়াটার এখন ডাষ্টবিন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের ভূমি অফিসের ষ্টাফ কোয়াটার এখন ডাষ্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে। এ ষ্টাফ কোয়াটার সংলগ্ন ভূমি অফিস, কলাপাড়া থানা, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, সাবরেজিষ্ট্রি অফিস, মুক্তিযোদ্ধা সংসদসহ বহু সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ময়লা অপসারণে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। তবে ভূমি প্রশাসন বলছে শহরের সবাই এখানে ময়লা আবর্জনা ফেলছে এবং বাথরুম হিসেবে ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত এ ময়লা আবর্জনা ফেলা বন্ধে উদ্যোগ নেয়া হবে। কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের ভূমি অফিসের এ ষ্টাফ কোয়াটার সড়কের সামনে দিয়ে প্রতিদিন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ইসমাইল তালুকদার টেকনিক্যাল ইনষ্টিটিউটের দুই সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীসহ গুরুত্বপূণর্ কলাপাড়া থানা, কলাপাড়া ভূমি অফিস ,কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবে আসা অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ চলাচল করে। শহরের প্রানকেন্দ্রে টয়লেট না থাকায় একটু নিরিবিলি স্থান দেখে বেশিরভাগ মানুষ এখানে মূত্রত্যাগ করছেন। এছাড়া শহরের এক শ্রেণির ভ্রাম্যমান ব্যবসায়ীরা তাদের অবিক্রিত ও পঁচা মালামাল এ ষ্টাফ কোয়াটারের খালি জায়গায় ফেলার কারনে গোটা এলাকায় পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এছাড়া ভূমি অফিসের কোয়াটারের পিছনে পুকুরগুলো এখন ডোবায় পরিনত হয়েছে। পুকুর, ডোবায় কচুড়িপানা সৃষ্টি হওয়ায় সেখানেও মশা,মাছি কিলকিল করছে। শহরের একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, সরকারি একটি স্থাপনার মধ্যে যদি এ অবস্থা থাকে তাহলে সরকার মানুষকে সচেতন করবে কীভাবে। সরকার ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পেউন করলেও খোদ ভূমি অফিসের সামনে এখন রয়ে গেছে ডেঙ্গুর ঘর। এ বিষয়ে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদার বলেন, এ স্থাপনায় ফেলা ময়লা ও পুকুরে জমে থাকা কচুড়িপানায় মশা,মাছিসহ বিভিন্ন ক্ষতিকর

কীটপতঙ্গ জমে আছে। এগুলো অপসারণ না করলে শুধু ডেঙ্গু না, বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিতে পারে। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস বলেন, এ ময়লা আবর্জনা অপসাপরণে দ্রুত তহশিলদারকে নির্দেশ দেয়া হয়েছে। তবে মানুষ যাতে এখানে ময়লা আবর্জনা না ফেলে তাই সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments