শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাডাঃ এমএম আমজাদ হোসেন স্মরনে চৌহালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডাঃ এমএম আমজাদ হোসেন স্মরনে চৌহালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মারুফা মির্জা: পাকিস্তান সরকারের বাধা দমিয়ে দেশের শিল্প কারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা মানব হিতৈষী কর্মবীর ডাঃ মীর আমজাদ হোসেনের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গোম চরাঞ্চলের অসহায় রোগীদের বিনা মুল্যে চিকিৎসা সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিটিএমএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মীর আমজাদ হোসেনের প্রতিষ্ঠিত দক্ষিন এশিয়ার বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে মির্জা মোজাফ্ধসঢ়;ফর হোসেন ফাউন্ডেশনের সহযোগীতায় এই ক্যাম্প পরিচালিত হয়। চৌহালী উপজেলার রেহাইপুকুরিয়া শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা হতে নাক, কান, গলা, সার্জারী, শিশুরোগ, মেডিসিন, গাইনী, ডেন্টাল সহ ৩০ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক টিম দুপুর ২টা পর্যন্ত সহ¯্রাদিক অসহায় রোগী দেখেন এবং চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন। এসময় মেডিকেল টিমের প্রধান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ট্রান্সমিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শহিদুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারো আমাদের পরিচালনা পরিষদের নির্দেশে চরাঞ্চলের অসহায় মানুষের সেবায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজনে অসংক্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রয়াত ডাঃ আমজাদ হোসেন এনায়েতপুরে হোসেন মানব সেবায় অলাভজনক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ছাড়াও তিনি সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা হিসেবে শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকান্ডে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভুমিকা পালন করে গেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments