বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন বৈধ ৭ জনের, বাতিল ২

রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন বৈধ ৭ জনের, বাতিল ২

জয়নাল আবেদীন: রংপুর সদর ৩ আসনের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি সহ ৭ প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে। ঋন খেলাপী, বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করা সহ নানা কারনে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়। বুধবার যাচাই বাছাই শেষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন জানান, আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র আসিফ শাহরিয়ার, এনপিপি শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল এই ৭ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হচ্ছে। ঋন খেলাপী এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করা সহ নানা কারনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহ সভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়। তবে, পরবর্তী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments