শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় আব্দুল লতিফ খন্দকার ফাউন্ডেশন বৃত্তি প্রদান

চান্দিনায় আব্দুল লতিফ খন্দকার ফাউন্ডেশন বৃত্তি প্রদান

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশন এর প্রাথমিক পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বৃত্তি প্রাপ্তদের মাঝে নগদ অর্থ, সনদ পত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির খন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিল আক্তার আহমেদ নাদিম, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব আহমদ আলী কুটু, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ। অনুষ্ঠানে চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক খোন্দকার সারওয়ার নাঈম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শামীম আরা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৬২জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ পত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments