মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার করে টাকা ও সবজি বীজ বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের উমর ফারুক মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সোসাইটির সেক্রেটারী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহ-পরিচালক রবিউল আলম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবীব, সিরাজুল আলম মাষ্টার, মনিরুজ্জামান মনি, আব্দুল মান্নান মোল্লা, বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবু, যুবলীগ নেতা হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামাল আহমেদ, প্রমুখ উপস্থিত ছিলেন। তখন প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, মানবতার দিক অনুসরন না করলে পৃথিবীতে কেউ বড় হতে পারেনা। যত বড় ক্ষমতাশালী মানুষ হোক না কেন যার মধ্যে মানবতা নেই তাকে কেউ অনুসরন করেনা। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা তেমনী এক মহান মানুষ। যার সংগঠন সাড়া পৃথিবীর দুঃখী- দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের দেশেও তেমনী এক মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নীতি আদর্শ অনুসরন করে শেখ হাসিনাও বিশ্ব জুড়ে মানবতা ও শান্তির নেত্রী হিসেবে প্রশংসিত। এজন্য পুরো জাতি তার উন্নয়ন অগ্রগতীতে বুকে ধারন করে গর্বিত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments