শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে শহীদ মিজানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

সোনারগাঁয়ে শহীদ মিজানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

গিয়াস কামাল: “সন্ত্রাসী নিপাত যাক, চেতনা বেঁচে থাক”এই শ্লোগানকে সামনে রেখে শহীদ মিজান স্মৃতি সংসদের আয়োজনে পালিত হয়েছে সন্ত্রাস বিরোধী ছাত্র রাজনীতির উজ্জল নক্ষত্র শহীদ মিজানের ২৮তম শাহাদাত বাষির্কী। ২ নভেম্বর শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও শহীদ মিজানের নিজ গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিজানের বড় ভাই জাপান আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মাজহারূল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বাহাদুর বেপারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান সদস্য আখলাকুর রহমান মাইনু, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, আওয়ামীলীগের বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ড. স্থপতি মাসুম ইকবাল, জাপান আওয়ামীলীগের আহ্ধসঢ়;বায়ক সামসুল আলম ভুট্টো, জাপান সেচ্ছাসেবক লীগের সভপতি মোহাম্মদ আমিন রনি, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রোকৌশলী আহাম্মেদ আলী তানভীর ও পিরোজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বাহাদুর বেপারী বলেন, আমরা সে দিন রাজনীতি করেছিলাম আজকের এই সোনার বাংলার জন্যই। শহীদ মিজানের রক্ত বৃথা যায়নি। শহীদ মিজান সোনারগাঁ ইস্যু নয়, জাতীয় ইস্যু বলে মন্তব্য করেন তিনি। স্মরণ সভায় উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শহীদ মিজানের বড় ভাই জাপান আওয়ামীলীগের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক মাজহারূল ইসলাম মাসুম বলেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যায়নি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমাদের দেশ আজ এগিয়ে যাচ্ছে দূর্বারগতিতে । প্রসঙ্গত, ১৯৯১ সালের ৭ অক্টোবর বিএনপি ও জামায়াত জোট সরকারের বিরূদ্ধে আন্দোলনে ২৭শে অক্টোবর টি এস সি চত্তরে সন্ত্রাস বিরোধী মিছিলে ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব বিভাগের ছাত্র ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। গুলিবিদ্ধ হয়ে ৬৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৩০শে অক্টোবর মারা যান তিনি। প্রতিবছর

ভারাক্রান্ত মন নিয়ে এই দিনটি আজো স্মরণ করেন তার পরিবার, স্বজনরা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ছাত্রলীগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments