শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাডিমলায় কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় বীজ ও সার বিতরণ

ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় বীজ ও সার বিতরণ

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০১৯ এর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে গত রোববার দুপুরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা পাট কর্মকতা মহিবুর রহমান লোহানী,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার ,বালাপাড়া চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া প্রমূখ।এ সময়ে উপজেলার ৩৫০ জন কৃষকদের প্রত্যেকের মাঝে ১কেজি করে সরিষা বীজ, ২০কেজি ডিএপি, ১০কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments