বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে চেয়ারম্যান ও ইউপি সদস্যের মধ্যে মারামারি

বাউফলে চেয়ারম্যান ও ইউপি সদস্যের মধ্যে মারামারি

অতুল পাল: বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ও ওই একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক মীরের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির সময় প্রতিপক্ষের আঘাতে চেয়ারম্যানের হাত ভেঙ্গে গেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে উল্টো মারধরের অভিযোগ করেছেন ইউপি সদস্য। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কনকদিয়া ইউনিয়নের হোগলা ব্রীজ এলাকায় এঘটনা ঘটেছে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার অভিযোগ করেন, বুধবার তিনি বাড়ি থেকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। এসময়ে ইউপি সদস্য রফিক মীর ও তাঁর ছেলে হাসানসহ আরো তিনজন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায় বলেও দাবি করেন তিনি। চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের জানান, বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রফিক মীরের কাছে জানতে চাইলে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার সকালে শাহিন হাওলাদার একটি মটরসাইকেলযোগে হোগলা ব্রীজ এলাকায় আসেন। এ সমেয় তার সাথে অপর একটি মটর সাইকেলে আরো দুই জন লোক ছিলো। তারা এসে আমাকে মারধর শুরু করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদ মুরাদ বলেন, বিষয়টি শুনেছি কিন্তু এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments