মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়: রংপুরে রীভা গাঙ্গুলী দাস

ভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়: রংপুরে রীভা গাঙ্গুলী দাস

জয়নাল আবেদীন: ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে কাজ করছেন। আর তার বাস্তবায়নে ভারত সরকার সব সময় পাশে থাকতে চায়। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নগর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আইটি পার্ক নির্মাণসহ শিশু কল্যাণে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। ভারত সরকার প্রতি বছর বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে-যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও জনগণের উন্নয়নে এর কোন বিকল্প নেই। উন্নত ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের দেশের তথা বিশে^র কল্যাণে কাজ করার আহবান জানান তিনি । তিনি বৃহস্পতিবার বিকেলে রংপুর চেম্বার কর্তৃক পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে এক অনুষ্টানে একথা বলেন। তিনি বলেন, তিনি আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ভারত সরকারের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদানের প্রতিশ্রæতি ব্যক্ত করেন। এ সময় তিনি ভারতীয় হাই কমিশনের অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে ভারতীয় হাই কমিশনারকে স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল সহ সকল পরিচালক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments