বাংলাদেশ প্রতিবেদক: পাবনার চাটমোহরে সবুরা খাতুন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে ২ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এসিড আক্রান্ত সবুরা খাতুন উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বনগ্রাম সরকারপাড়া গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী সবুরা খাতুন ঘরে পড়াশুনা করছিলেন। এ সময় তাকে এসিড নিক্ষেপ করে রতন ও রিপন নামে ২ কিশোর। পালানোর সময় তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আহত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেম প্রত্যাখ্যানের জেরে এ ঘটনা হতে পারে বলে ধারণা পুলিশের।