এম এ মুছা: সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য বিষক্রিয়ায় মীম খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ্য হয়েছে তার মা রাবেয়া খাতুন (৪৫) ও বড় বোন রোজিনা খাতুন (২০)। তাদের এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বেলকুচি উপজেলার ধুকুরিয়া ইউনিয়নের কলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। মীম খাতুন কলাগাছী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও স্থানীয় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মীম খাতুনের মৃত্যু বিষয়ে তার পিতা শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত ৮:৩০ মিঃ দিকে মীম খাতুন, তার মা ও বড় বোন রাতের খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। রাতেই তাদের হাসপাতালে নেয়ার পথে মীম খাতুনের মৃত্যু হয়। অসুস্থ্য বড় বোন রোজিনা ও মা রাবেয়াকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে রোজিনাকে আইসিইউতে রাখা হয়েছে। ওসি আরও জানান, ধারনা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ায় মীম খাতুনের মৃত্যু হয়েছে। তবে নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরন করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।