বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঅক্টালিংক এগ্রো লিঃ এর টার্কি খামারের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৬ পরিচালক...

অক্টালিংক এগ্রো লিঃ এর টার্কি খামারের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৬ পরিচালক পালাতক

জয়নাল আবেদীন: অক্টালিংক এগ্রো লি: এর টার্কি খামার নিয়ে একতরফা অপ:প্রচারের বিরুদ্ধে এবং ৮ কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেয়া ৬ পরিচালককে আইনে সোপর্দ্দ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ও সার্জারী বিভাগীয় প্রধান প্রফেসর ডা: আবু তালেব এবং তার স্ত্রী মিঠাপুকুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মত মওদুদা আখতার । শনিবার সকালে রংপুর নগরির ধাপ এলাকায় তিনি তার চেম্বারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন ৮ জন পরিচালক সম্বন্নয়ে রেজিষ্টার জয়েন্ট স্টক কোম্পানী হতে অনুমোদিত অক্টালিংক এগ্রো লি: লিমিটেড কোম্পানী গঠন করে রংপুর অঞ্চলের দরিদ্র খামারিদের অর্থনৈতিক স্বচ্ছলতা আনার জন্য কাজ করে যাচ্ছিলাম । আমি চাকরি থেকে অবসর গ্রহণের পর মিঠাপুকুর উপজেলার আমার পরিচিত শাকিল নামের এক ব্যাক্তির মাধ্যমে ইসমাইল হোসেন শাওনের সঙ্গে আমার পরিচয় হয় । পরবর্তীতে উক্ত ইসমাইল হোসেন শাওন সুকৌশলে অসৎ উদ্দ্যেশ্য সাধনের জন্য আমাদেরকে বিভিন্ন ব্যবসার কথা বলেন এবং করে ব্যবসা করলে মানুষের আস্থা অর্জন করা সম্ভব হবে বলে আমাদের বুঝান । পরবর্তীতে বাই ব্যাক সিস্টেমে টার্কি ব্যবসার কথা বলেন । এই ব্যবসায় খামারীরা লাভবান হবে , কিছু বেকার ছেলেদের কর্মসংস্থান হবে , এবং তারাও ভালভাবে চলতে পারবে বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন বিগত দিনে আমি ও আমার স্ত্রী মিঠাপুকুর এলাকার মানুষের ভালোর জন্য কাজ করেছি । লক্ষাধিক মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দিয়েছি । হাজার হাজার শীতার্তদেও মাঝে শীতবস্ত্র বিতরন করেছি । ৫হাজারের অধিক লোকের চোখের ছানি আপারেশন করেছি । বিনা পয়সায় লেন্স দিয়েছে এসব নানা ভাবনায় সরল বিশ^াসে তার কথায় রাজি হয়ে যাই । কিন্তু তাদের দূরভিসন্ধি বুঝতে পারিনি । গত বছর ৩ এপ্রিল জয়েন্ট স্টক কোম্পানী হতে অক্টালিংক এগ্রো লি: নামক কোম্পানীর রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয় । প্রথমে আমার স্ত্রীকে চেয়ারম্যান ইসমাইল হোসেন এমডি আমি সহ ৬জনকে ডাইরেক্টর করা হয় । প্রত্যেক ডাইরেক্টর মাসিক বেতন ভাতা গ্রহণ করলেও মানবিক কারনে আমি এবং আমার স্ত্রী সেই ভাতা কিম্বা বেতন

গ্রহণ করিনি । তিনি বলেন আমার স্ত্রী চলতি বছর ২৫জুন কোম্পানীর চেয়াম্যান পদ থেকে পদত্যাগ করেন । যাহা রেজিষ্টার জয়েন্ট স্টক কোম্পানী হতে অনুমোদিত হয় । এদিকে কোম্পানীর কার্যক্রম শুরু হলে ব্যাংক এশিয়া রংপুর শাখা এবং ইউনিয়ন ব্যাংক শঠিবাড়ী শাখায় এ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত হয় । বোর্ড অব ডাইরেক্টরের সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান ও এমডি‘র যৌথ স্বাক্ষরে ব্যাংক এশিয়া ও চেয়ারম্যান ও এমডি অথবা ডাইরেক্টর ফাইন্যান্স মো আবুল কালাম আজাদ এর যৌথ স্বাক্ষরে একাউন্ট অপারেট করার সিন্ধান্ত হয় । কিন্তু পরবর্তীতে দেখা যায় শুধু মাত্র চেয়ারম্যানের একক স্বাক্ষর করা চেক কিছু খামারিকে সরবরাহ করা হয় । এমডি এবং অন্যান্য ডাইরেক্টরগণ আমাদের অগোচরে কোম্পানীর মেমোরেন্ডাম ও আর্টিকেল এর কোন তোয়াক্কা না করে নিয়ম নীতির বাইরে গিয়ে ব্যবসা করতে থাকেন । যুক্ত স্বাক্ষরে চেক দেয়ার নিয়ম থাকলেও কেবল মাত্র কোম্পানী চেয়ারম্যানের একক স্বাক্ষর করা চেক গ্রাহকের হাতে দেখা যায় । এ অবস্থায় তাদের প্রতি আমাদের সন্দেহ হয় । কোম্পানীর আয় ব্যয় নিরুপনের জন্য বোডং অব ডাইরেক্টরের মিটিং ডাকতে বলি । কিন্তু দু:খের বিষয় এমডি সহ অন্যান্য ডাইরেক্টরগণ এতে কোন প্রকার সাড়া না দিয়ে কালক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারদের আমাদের নিকট পাঠিয়ে দেন । এতে তাদের প্রতি আমাদের সন্দেহ আরো বাড়তে থাকে । তাদের সততা নিয়ে প্রশ্ন জ¦াগে মনে । আমরা আয় ব্যয়ের হিসাব নিকাশ করার জন্য চাটার্ড একাউন্টিং ফার্মের মাধ্যমে সম্পন্ন করার জন্য তাগাদা দেই । কিন্তু তারা এতে কর্ণপাত না করে তাদের হিসাব মতে গ্রাহকের ৮ কোটি টাকার অধিক পাওনা রেখে গা ঢাকা দেয় । অব্যাহত চেষ্টা সত্বেও তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় খামারীদের স্বার্থে এবং ৮ কোটি টাকার অধিক তসরুপ এবং তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য গত ১৮ নভেম্বর রংপুর বিঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত কোতয়ালী মেট্রো রংপুরে মামলা দায়ের করি । তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন খামারীদের আর্থিক অবস্থার পরিবর্তন বেকার পূর্নবাসনের লক্ষ্য নিয়ে অর্থ বিনিয়োগ করেছিলাম । কিন্তু আমাদের মূলধন ফেরত পাওয়াতো দূরের কথা উপরন্তু ৮ কোটি টাকার অধিক ঋণের বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়ে এমডি সহ অন্যান্য পরিচালকগন গা ঢাকা দিয়েছে । এই বিপুল অংকের অর্থ এককভাবে আমাদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয় । তবে আমি এবং স্ত্রী পরিচালক হিসাবে যতটুকুন দায়ভার বর্তায় তা পরিশোধ করতে বাধ্য থাকবো । তিনি বলেন সম্প্রতি বিভিন্ন সময়ে প্রকৃত ক্ষতিগ্রস্থ খামারীদের সাথে বহিরাগত কিছু লোক ( যারা আমার এবং আমার স্ত্রীর প্রতিপক্ষ) যুক্ত হয়ে মিছিল মিটিং মানববন্ধন করে নানাভাবে আমাকে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন গণমাধ্যমে অপ; প্রচার চালাচ্ছে । যা সত্যি ই দু:খজনক । আমি রংপুরের মানুষ আমি রংপুর নগরিতেই আমার স্বাস্থ্য সেবা পেশা চালিয়ে যাচ্ছি । আমি পালিয়ে যাওয়ার মানুষ নই । পাশাপশি পালিয়ে থাকা অন্য ৬ পরিচালককে আইনের হাতে সোর্পদ্দ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments