বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাশাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

বাংলাদেশ প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি শুরু করে। বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার রাত ১১টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী হিমেল খানকে চ্যালেঞ্চ করে তল্লাশি করা হয়। পরে তার পিঠের ব্যাগে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত স্বর্ণের সর্বমোট ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা ছাড়াও জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments