শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeখেলাধুলাদিপু-আল আমিনের পর বাংলাদেশকে তৃতীয় স্বর্ণপদক এনে দিলেন মারজানা আক্তার

দিপু-আল আমিনের পর বাংলাদেশকে তৃতীয় স্বর্ণপদক এনে দিলেন মারজানা আক্তার

বাংলাদেশ ডেস্ক: চলতি দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বিতীয় দিনে এরই মধ্যে দুইটি স্বর্ণ জিতে নিলো বাংলাদেশ। দুটি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। কাকতালীয় বিষয় হলো, দুটি ইভেন্টের ফাইনালেই পাকিস্তানের প্রতিযোগীদের হারিয়েছেন বাংলাদেশের কারাতেকারা। সবমিলিয়ে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন ৩।
মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার পিয়া। সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।
মারজানা পিয়ার আগে আজ (মঙ্গলবার) দিনের প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে অনূর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন আল আমিন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।
আল আমিনের পর এসএ গেমসের পুরুষদের হাই জাম্পে জাতীয় পর্যায়ে রেকর্ড গড়ে এই ইভেন্টে দেশকে রৌপ্য এনে দিয়েছেন মাহফুজুর রহমান। আজ দিনের শুরুতেই তারা এ পদক লাভ করেন।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় দিন মঙ্গলবার হাই জাম্প ইভেন্টে ২ দশমিক ১৬ মিটার উচ্চতা নৈপুণ্যে রৌপ্য পদক নিশ্চিত করেন মাহফুজুর। জাতীয় পর্যায়ে এটা রেকর্ড। আগের রেকর্ডটিও মাহফুজুরেরই গড়া ছিল, ২ দশমিক ১৫ মিটার।
সোমবার আসরের দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে স্বর্ণের তালিকায়ও নাম উঠে যায় বাংলাদেশের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments