বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের শালিস বৈঠকে খুনের হুমকী, থানায় ডায়েরি

কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের শালিস বৈঠকে খুনের হুমকী, থানায় ডায়েরি

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধ মিমাংসায় বসে খুন জখমের হুমকী দেয়ায় কলাপাড়া থানায় রোববার সাধারন ডায়েরি করেছেন খোকন মন্ডল। সাধারন ডায়রিতে তিনি উল্লেখ করেছেন, কলাপাড়া থানাধীন জে,এল,নং-০৫ নীলগঞ্জ মৌজার আর,এস খতিয়ান নং- ১৪৫ তথা এস,এ খতিয়ান নং-১৭৩ দাগ নং-১৩৭০, ১৩৭১, ১৩৭২, ১৩৮৬, ৩০২২, ৩০২৪, ৩০২৫,৩০২৬,৩০৩১ ও ৩০১২। মোট জমির পরিমান ৭.৪৩ একর। খোকন মন্ডল ও তাদের ওয়ারিশের ভোগদখলীয় জমির পরিমান ৩.৭২ একর। এই জমিতে চলতি বছর বিভিন্ন প্রজাতির ইরি ধানের চাষ করে। নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের অনিল চন্দ্র হাওলাদার, সুনিল চন্দ্র হাওলাদার, পুলিন চন্দ্র হাওলাদার গংরা জমিতে ফলানো ধান কেটে নেয়ার হুমকী দিলে খোকন মন্ডল কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। এর প্রেক্ষিতে উভয় পক্ষ আপোষ মিমাংসার উদ্দ্যেশে শনিবার (০৭ ডিসেম্বর) রাত ৭ টায় রির্পোর্টার্স ক্লাবে এক শালিস বৈঠক বসে। ওই শালিস বৈঠকে বসে ফের অনিল চন্দ্র হাওলাদার, সুনিল চন্দ্র হাওলাদার, পুলিন চন্দ্র হাওলাদার গংরা খুন জখমের হুমকী দেয়। এবং জমির ধান কাটিয়া নিবে। এছাড়া জমিতে গেলে খুন করিবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments