শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ছাত্রীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

সুন্দরগঞ্জে ছাত্রীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম কর্তৃক ৫ম শ্রেণীর (পিইসি ফল প্রত্যাশী) এক ছাত্রীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পরাণ গ্রামের সম্ভু চন্দ্র বর্মণের মেয়ে উক্ত বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে অধ্যয়ণকালে প্রধান শিক্ষক ঐ ছাত্রীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর অপচেষ্টায় দেশের বিভিন্ন নামী-দামী হোস্টেল ও দর্শনীয় স্থানে অবস্থান করা, বেড়ানো, দামী জামা-কাপড় ও অর্থনৈতিকভাবে সহযোগিতা দানের প্রলোভনে প্রলুব্ধ করতেন। এরই একপর্যায়ে সুযোগ বুঝে ছাত্রীকে নানান ধরনের ইঙ্গিত ও ভঙ্গিমায় উত্যোক্ত করতেন। জানতে পেয়ে ছাত্রীর পিতা সম্ভু চন্দ্র বর্মণ বিষয়টি স্থানীয়দেরকে জানিয়ে সুবিচার প্রার্থনা করেন। এব্যাপারে অন্য এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের মোবাইলফোনে ধারণকৃত ভিডিও চিত্রে ছাত্রী তার সমস্ত কথা খুলে বলে। ছাত্রীর পিতা সম্ভু চন্দ্র বর্মণ জানান, চলতি বছরে অনুষ্ঠিত পিইসি পরীক্ষার ৪ মাস আগে থেকে তার মেয়েকে (ঐ ছাত্রীকে) প্রধান শিক্ষক তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য নানান প্রলোভন দেখিয়ে আসছেন। এব্যাপারে তিনি সুবিচার কামনা করেন। এনিয়ে কথা হলে প্রধান শিক্ষক আজাদুল ইসলাম কয়েকজন প্রধান শিক্ষকের নাম উল্লেখ পূর্বক জানান, ‘বিদ্যালয়ের আশপাশে বসবাসকারী কয়েক জন প্রধান শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ে চাকুরী করায় তাঁরা বিব্রতবোধ মনে করেন। তাঁরা এ বিদ্যালয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে আমার (তাঁর) বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চালিয়ে আসছেন। এছাড়া, কতিপয় টাউটবাজ ব্যক্তি অবৈধ স্বার্থ হাসিল করতে না পাওয়ায় তারা আমার (প্রধান শিক্ষক) বিরুদ্ধে নানান অপপ্রচারসহ ঐ ছাত্রীর অভিভাবককে লেলিয়ে দিয়ে আমার (প্রধান শিক্ষক) নানান অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে। এছাড়া, সাম্প্রতিক বিদ্যালয়টি পরিচালনার জন্য এসএমসি গঠনের লক্ষ্যে মাইকিং করাসহ নানাভাবে প্রচার-প্রচারনা চালাতে থাকলে কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে এসএমসি’র (স্কুল ম্যানেজিং কমিটি) সভাপতি হতে আমার প্রতি প্রস্তাব করাসহ প্রভাব খাটানোর অপচেষ্টা চালায়। এসব কিছুর জের ধরেই এ ষড়যন্ত্র করছে কুচক্রিরা। প্রয়োজনে আমি (প্রধান শিক্ষক) আইনগত ব্যবস্থা নিব’। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক আজাদুল ইসলাম এ বিদ্যালয়ে আসার পর থেকে শিক্ষার মান উন্নত হয়েছে। তাঁকে অপসারণ করে ২/১ জন টাউট শ্রেণীর প্রধান শিক্ষক এ বিদ্যালয়ে বদলী নিয়ে আসার জন্য উঠেপড়ে লেগেছে। তাঁরা এখানে (এ বিদ্যালয়ে) আসলে পুকুর চুরির মত ঘটনা ঘটাতে পারবে বলে তাঁদের ধারণা। উপজেলা সহকারি শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট ক্লাস্টার)- জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রধান জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ পাইনি। উপজেলা শিক্ষা অফিসার- একেএম হারুন-উর-রশিদ জানান, বিষয়টি স্থানীয়ভাবে শুনেছি। তবে, কোনো ধরনের লিখিত অভিযোগ পাইনি। এমনকি, কোনো অভিভাবকও অফিসে আসেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments