শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকারাভোগের পর ভারতীয় নাগরিককে হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর

কারাভোগের পর ভারতীয় নাগরিককে হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর

অমর চাঁদ গুপ্ত অপু: দেড় বছর কারাভোগের পর ভারতীয় এক নাগরিককে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতীতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতীয় নাগরিক মো. তরিকুল ইসলাম (২৭) উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গেন্দাগছ গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশের দিনাজপুর জেলা কারাগারে দেড় বছর ধরে আটক ছিলেন। হাকিমপুরের হিলি ইমিগ্রেশন পুলিশের এএসআই মোতালেব হোসেন বলেন, তরিকুল ইসলাম ২০১৮ সালের ২৭ জুন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার কাছে পাসপোর্ট-ভিসা না থাকায় স্থানিয় লোকজন আটক করে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা করেন। পরে আদালত তাকে এক মাস ২০দিন করাদন্ড প্রদান করেন। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার তাকে ভারতে হস্তান্তর করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments