শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলা’শত বর্ষে শত প্রাণ, ঐতিহ্যের জয়গান’ কারমাইকেল কলেজের শতবর্ষ পালন

’শত বর্ষে শত প্রাণ, ঐতিহ্যের জয়গান’ কারমাইকেল কলেজের শতবর্ষ পালন

জয়নাল আবেদীন: ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রংপুর কারমাইকেল কলেজের শতবর্ষপূতি অনুষ্ঠানের প্রথম দিন অতিবাহিত হয়েছে ।’শত বর্ষে শত প্রাণ, ঐতিহ্যের জয়গান’ এই শ্লোগানকে ধারণ করে কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উৎসবে মেতেছে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী। মেতেছে হাসি, নৃত্য, আড্ডা, গল্প সেলফি তোলা আর দুষ্টমির সাথে পাল্লা দিয়ে কেটেছে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান। রবি-সোম দুব্যাপী উৎসবের প্রথম দিনে শিক্ষামন্ত্রী দীপু মণি অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান, বিরোধী দলীয় চীফ হুইপ ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গার উপস্থিত থাকার কথা থাকলেও তাদের কেউই অনুষ্ঠানে আসেনি। কলেজ অধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বের হয় একটি বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে লালবাগ পর্যন্ত এসে আবারো ফিরে যায় অনুষ্ঠানস্থলে। অধ্যক্ষ ড শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সহযোগি অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক বিমল চন্দ্র রায়, কলেজের নির্বাচিত সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, প্রাক্তন ছাত্র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, দিলশাদ হোসেন মুকুল সহপ্রায় একশ বক্তা স্মৃতিচারণ করেন। এখানে উল্রেখ করা প্রয়োজন যে, ১৯১৬ সালে প্রতিষ্টত এই কলেজে লেখাপড়া কলেছেন দেশের দু’জন রাষ্ট্রপতি এদের একজন হলেন, আবু সদাত মো: আবু সায়েম এবং এইচ এম এরশাদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর ছাড়াও দেশে এবং বিদেশের মাটিতে কর্মরত আছেন অনেকেই। আর তাইতো সগর্বে মাথা উচু করে দাঁড়িয়ে আছে দেশের ঐতিহ্যবাহী এ কলেজটি। এদিকে শতবর্ষ উৎসব পালনে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অনেক গুণিজনকে আমন্ত্রণ না জানানো সর্বপরি প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা যেমনভাবে আশা করছিলেন অনুষ্ঠানের তা করতে ব্যর্থ হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আগামীকাল সোমবারও রয়েছে দিনভর গান বাজনা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments