বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে সরকারী ভাবে ধান ক্রয়ে প্রকৃত কৃষক বঞ্চিত

পাঁচবিবিতে সরকারী ভাবে ধান ক্রয়ে প্রকৃত কৃষক বঞ্চিত

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি আমন ধান কাটা-মাড়াই শেষ হলেও ধানের নায্য মূল্য না পাওয়ায় কৃষকদের এবারও লোকসানের পড়তে হচ্ছে। অপর দিকে সরকারীভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করায় প্রকৃত কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের কার্ডগুলো এক শ্রেণীর ব্যবসায়ীরা ৫শ/ ১হাজার টাকা দেওয়ার কথা বলে নিয়ে গেছে। চলতি মৌসুমে সরকারী ভাবে ২২শ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও এখন পর্যন্ত মাত্র ২শ ৬টন ধান ক্রয় করা হয়েছে। তবে খাদ্য নিয়ন্ত্রক বলছে আবহাওয়া খারাপ হওয়ায় ধান ক্রয়ে কিছুটা গতি কমে এসেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌরসভায় কৃষি অফিসের নিবন্ধন কৃত প্রায় ৪০ হাজার ১শ জন কৃষক রয়েছে । কৃষক নির্বাচনে এই তালিকা তারা খাদ্য অফিসে সরবরাহ করেন। উপজেলা খাদ্য অফিস সুত্র জানায়, প্রতিটি ইউনিয়নে গিয়ে কৃষি অফিসের সরবরাহ কৃত তালিকা থেকে ক্ষুদ্র, প্রান্তিক ও বড় এই তিন শ্রেণিতে লটারীর মাধ্যমে ২ হাজার ২শ ১৬জন কৃষককে নির্বাচন করা হয়। যার প্রতিটি কৃষক ১টন করে ধান সরকার নির্ধারিত মূল্য ১০৪০ টাকা দরে দিতে পারবেন। চলতি আমন মৌসুমে ২হাজার ২শ টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নিয়ে ২০ নভেম্বর উদ্বোধন করা হয়। চলবে ২০২০ সালের ফেব্রুয়ারীর ২৮ তারিখ পর্যন্ত । এ পর্যন্ত ক্রয় হয়েছে ২শ ৬টন ধান। এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, লটারীর মাধ্যমে কৃষক নির্বাচনে স্বচ্ছতা হলেও সেক্ষেত্রে প্রকৃত কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। বাগজানা ইউনিয়নের সাখাওয়াত হোসেন জানান, তিনি এবার ৩ একর জমিতে ধান চাষাবাদ করেছেন। লটারীতে নাম না উঠলেও ৬শ টাকা দরে খোলা বাজারে ধান বিক্রি করে দিয়েছেন। লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করার কারনে আমরা প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছি বলে তিনি অভিযোগ করেন। উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বছির উদ্দিনের পুত্র আবেদ আলী, ধরন্ধসঢ়;জী গ্রামের মৃত সাহার আলীর পুত্র আতাউর রহমান বলেন, বীজ দেওয়ার কথা বলে স্থানীয় কিছু নেতা কার্ড গুলো নিয়ে গেছে। এখন চাইলে আর দিচ্ছে না। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, লটারীতে নির্বাচিত কৃষকদের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গুলোতে টাঙ্গিয়ে দেওয়ার কথা থাকলেও কোন ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত সেই তালিকা টাঙ্গানো হয়নি। এবিষয়ে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন বলেন, তালিকা টাঙ্গানো না হলেও সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। কৃষি অফিসার লুৎফর রহমান বলেন, আমরা খাদ্য অফিসে শুধু মাত্র নিবন্ধনকৃত কৃষকের তালিকা সরবরাহ করেছি। লটারী ও নির্চাচিতদের তালিকা তারা করেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইউনুছ আলী জানান, বর্তমানে বৈরী আবহাওয়ার কারনে কিছুটা ধীর গতিতে ধান সংগ্রহ চলছে। আবহাওয়া ভাল হলে এই সমস্যা কেটে যাবে। নির্বাচিত কৃষককের কৃষি কার্ড এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা টাকার বিনিময়ে নিয়ে ধান দিচ্ছে, এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একজনের কার্ড দিয়ে আর একজনের ধান দেওয়ার কোন সুযোগ নেই। নির্বাচিত কৃষক নিজে উপস্থিত থেকে আইডি কার্ড ও কৃষি কার্ড দিয়ে ধান দিতে পারবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments