বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাখাজা বাবা এনায়েতপুরী (রঃ) ওরসে লাখো মানুষের ঢল

খাজা বাবা এনায়েতপুরী (রঃ) ওরসে লাখো মানুষের ঢল

মারুফা মির্জা: উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে-কামেল হযরত শাহ্ধসঢ়; সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর ২০২০ সালের বাৎসরিক ওরশে এখন দেশ বিদেশের লাশ-লাখ মুসুল্লীদের ঢল। সড়ক ও জল পথে সাড়া দেশ তথা ভারতের আসাম হতে লাখ-লাখ ভক্ত আশেকান-জাকেরানদের অভিমুখ এনায়েতপুর বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ। বর্তমানে তাদের পদচারনায় ধর্মীয় ভাবগাম্ভির্যে মুখোরিত পুরো মাজার শরীফ তথা আশপাশের এলাকা। শুক্রবার ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যের ১০৫ তম এই বাৎসরিক ওরশ। যা রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতে বিশ্ব মানবতা মানবতার মঙ্গল ও সুখ সমৃদ্ধি কামনা করে সমাপ্তি হবে। এছাড়া এতে অংশ নিয়েছেন সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আব্দুল লতিফ বিশ্বাস, মির্জা আজম সহ বেশ কয়েকজন এমপি এবং সরকারের গুরুত্বপুর্ন ব্যক্তিরা। শুক্রবার ওরশ শুরু হলে সাড়া দেশের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন এবং ভারতের আসাম থেকে লাখো জাকেরান সড়ক ও নৌপথে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে বিশাল-বিশাল কাফেলা করে আসতে শুরু করেছে। মানবতার এ ঢল আসা অব্যাহত থাকবে রোববার ভোর পর্যন্ত। বর্তমানে জাকের ভাই-ভগ্নীদের আগমনে আর ধর্মীয় জিগির-আজগার এবং গজলে মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফ তথা আশপাশ। তাদের থাকা খাওয়া সহ সবরকম ব্যবস্থা গ্রহন করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ। এছাড়া আগত জাকেররা কেউ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে মেহের- উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মোজাদ্দেদিয়া ভ্রাম্যমান হাসপাতাল চালু করা হয়েছে। এখানে প্রতিদিন হাজারো মানুষকে বিনামুল্যে চিকিৎসা দিচ্ছেন ২০ জনের চিকিৎসক দল। এদিকে হঠাৎ বৃষ্টির কারনে দুর্ভোগে পড়া জাকেরদের খাজা ইউনুস আলী ল্যাবরেটারী স্কুল ও কলেজ সহ তাদের বিভিন্ন ভবনে থাকার ব্যবস্থা করেছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আশা প্রকাশ করা হচ্ছে, এবছর রেকর্ড সংখ্যক ভক্তদের আগমন ঘটবে এই ওরশ শরীফে। বর্তমানে বিশাল কাফেলা করে দরবারে আসছে জাকের ভাই ভগ্নীগন। এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সুবিশাল মাঠ, মন্ডলপাড়া জমির মাঠ সহ এনায়েতপুর কাপড়ের হাট হতে আজগড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে রাখা হয়েছে তাদের বহন করা হাজার-হাজার বাস। এছাড়া এনায়েতপুর নৌকা ঘাটেও শত-শত নৌকার ভীড়। এদিকে সহস্রাদিক নারী-পুরুষ ভক্তের সমন্বয়ে গরু-ছাগলের বিশাল কাফেলা সুদুর জামালপুর, শেরপুর হতে পদব্রজে রওনা করেছিল খানেক আগে। জামালপুরের দুদিয়াগাছা গ্রামের দলনেতা নজরুল ইসলাম মেম্বরের নেতৃত্ব দরবারে আসা কাফেলার সাথে মাদারগঞ্জের খাজা শাহ ইউনুছ আলী ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম জাকারিয়া জানান, জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রাম হতে রওনা দিয়ে ২৬টি রাত বিভিন্ন স্থানে হেটে-হেটে কাটিয়ে গত বৃহস্পতিবার রাতে এনায়েতপুর দরবারে এসে পৌছেছি। তিনি জানান, আমরা ইসলামের প্রচার সহ পদব্রজে আসার পথে অন্তত ৩শ বাড়িতে ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্তত ৪শ কবর জিয়ারত করেছি। যা আমাদের খাজা পীর এনায়েতপুরী (রঃ) শিক্ষা। তিনি আরো জানান, আমরা রাখাল হয়ে খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) দরবারের শ্রেষ্ঠ খেদমত করছি। যেহেতু দয়াল নবীজি সহ প্রায় ২০জন নবী তাদের জীবিনে রাখাল ছিলেন। এটাও খাজা বাবা এনায়েতপুরী (রঃ) শিক্ষা। মুলত আমরা আল্লাহ ও তার রাসুলের দেখানো পথ অনুসরন করেই ধর্মীয় এই প্রচার কাজে নিয়োজিত হয়েছে। এতে আমাদের আত্তার প্রশান্তি ঘঠে। এখানে আসা জাকেরদের সার্বিক নিরাপত্তা মনিটারিং এর জন্যে মাজারের উল্লেখযোগ্য স্থান এবং চারটি গেটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি নিরাপত্তায় অংশ নিয়েছে র‌্যাব, পুলিশ, আনসার, ডিবি পুলিশ এবং দরবার শরীফের নিজস্ব মোজাদ্দেদীয়া আনসার সহ ৫ শতাধীক নিরাপত্তা কর্মী। রোববার সকাল ৯টায় আখেরী মোনাজাতে দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন হুজুর পাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার আখেরী মোনাজাত পরিচালনার মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে এই ধর্মীয় মহাসমাবেশের সমাপ্তি ঘটবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments