মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারাজধানীতে জাল নোট তৈরির কারখানার সন্ধান

রাজধানীতে জাল নোট তৈরির কারখানার সন্ধান

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডি এলাকার এক বাড়িতে জাল নোটের এক কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। শুক্রবার সকাল থেকে ধানমণ্ডি ৭/এ এলাকার ওই বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করার কথা জানিয়েছেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান।
তিনি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে সাইফুল ও শাহ আলম নামে দুজনকে গ্রেপ্তার করে।
তল্লাশি চালিয়ে বাসা থেকে জাল নোট তৈরির একাধিক মেশিন এবং ১০০০ ও ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়।
সাইফুর রহমান বলেন, নোটগুলো তারা গুণে দেখেছেন। তবে তাদের প্রাথমিক ধারণা, মুদ্রামানে টাকার অংক কোটি ছাড়িয়ে যাবে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments