শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাটেকনাফে ডাকাত সন্দেহে ৩ রোহিঙ্গাকে ধরল মুসল্লিরা

টেকনাফে ডাকাত সন্দেহে ৩ রোহিঙ্গাকে ধরল মুসল্লিরা

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংকাঞ্জর পাড়ায় ডাকাত সন্দেহে ৩জন রোহিঙ্গা নাগরিককে ধরল মুসল্লিরা।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬ টারদিকে কাঞ্জরপাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন বাজার মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা তাদের আটক করে। ভোরে অপরিচিত এসব রোহিঙ্গাদের সন্দেহজনক মনে হলে; তাদের পরিচয় ঠিকানা জানতে চাই মুসল্লিরা। এসময় কয়েকজন দৌঁড়ে পালিয়ে গেলেও ৩জনকে ধরে পেলে মুসল্লিরা।
তারা হলেন, ক্যাম্প ১৮ বালুখালী ব্লকঃ- এইচ/৫৭ ঘর নং- ৯৪, মো. নুর ইসলামের পুত্র মো. রফিক (২৫), একই ব্লকের মো. সৈয়দ হোসেনের পুত্র মো. বশির উল্লাহ (২৮) ও ৯৯নং ঘরের ফজলে করিমের পুত্র মো. শব্বির (৩২)
এবিষয় হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, সোমবার ভোরে ডাকাত সন্দেহে ৩জন রোহিঙ্গাকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি আরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ৩জন রোহিঙ্গাকে আটক করা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ৭দিন আগে তারা মিয়ানমার আত্মীয়দের সাথে দেখা করতে গিয়েছিল। গভীর রাতে টেকনাফের সীমান্ত হতে চোরাইপথে অনুপ্রবেশ করে ক্যাম্পে যেতে বিলম্ব হওয়ায় এই মসজিদে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এবিষয়ে আরো তদন্ত করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments