বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কালভার্ট আছে, নেই সংযোগ সড়ক!

উল্লাপাড়ায় কালভার্ট আছে, নেই সংযোগ সড়ক!

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কালভার্টের দু’পাশ্বে কোন সংযোগ সড়ক নেই। এ কালভার্টটি হয়ে জনগনের চলাচল উপকারের বদলে দূর্ভোগের হয়ে দেখা দিয়েছে। কয়ড়া ইউনিয়নের চরপাড়া ভুরির বিলে ইউনিয়ন পরিষদের অর্থে কালভার্টটি নির্মান করা হয়। সে সময় চরপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়ন এলাকার মধ্যে ছিল। পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী খোরশেদ আলম জানান, এলাকার জনগনের যাতায়াতের সুবিধায় তিনি চেয়ারম্যান থাকাকালে কালভাটটি ইউনিয়ন পরিষদের অর্থে নির্মান করেন। এতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়। তিনি দাবি করেন, কালভাটটি নির্মানের পর দু’পাশ্বে সড়ক করা হলেও তা পরে ধ্বসে গেছে। চরপাড়া গ্রামের বিভিন্ন পেশার ক’জন জানান, এ কালভাটটি তাদের জন্য উপকারের বদলে দূর্ভোগের হয়ে দেখা দিয়েছে বলা চলে। তারা গ্রামের লোকজন নিজেরাই চলাচলে বাঁশের মাচা ও স্যাঁকো দিয়েছে। তারা জানান, মাঠ থেকে ফসলাদি নিয়ে বাড়ি ফিরতে বিকল্প রাস্তায় চলতে হয়। কয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন জানান, তিনি সরেজমিনে কালভাটটি দেখেছেন এবং সাধারণ জনগনের দূর্ভোগ স্বীকার করেন। তিনি সেখানে ত্রান মন্ত্রণালয় থেকে বড় ধরনের একটি কালভার্ট নির্মানের জন্য স্থানীয় প্রকল্প বাস্তবায়ন অফিসে আবেদন জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments