বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাআক্কেলপুরে ৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আক্কেলপুরে ৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার কুড়ানী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মিলন হোসেন (৩৬) নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রুপনারায়রপুর গ্রামের মোঃ মাজেদুল ইসলামের পুত্র। থানা সূত্রে জানা গেছে, চলমান মাদক নির্মূল বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার ওসি মোঃ আবু ওবায়েদ এর নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরির্দশক(এসআই) আব্দুল আলীমসহ থানার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালক সেজে উপজেলার কুড়ানি বাজার এলাকায় ওৎপেতে ভোর রাতে একটি বস্তা নিয়ে পায়ে হেটে মাদক চোরাকারবারী যুবক মিলন হোসেন যাওয়ার সময় এসআই আব্দুল আলীমের নেতৃত্বে থানার সঙ্গীয় ফোর্সরা তাকে দাঁড় করিয়ে বস্তাটি তল্লাসি করে ৯১ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দয়েরের প্রস্তুতি চলছে। আটকের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ বলেন, মিলন হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে আমদানি নিষিদ্ধ নেশাদ্রব্য ফেন্সিডিল পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এনে গভীর রাতে দেশের বিভিন্ন প্রান্তে খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। এমনকি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আক্কেলপুর থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ছবি আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments