মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে আওয়ামীলীগ নেতার হামলায় নারীসহ আহত ৪

রায়পুরে আওয়ামীলীগ নেতার হামলায় নারীসহ আহত ৪

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের নির্র্দেশ অমান্য করে বিরোধকৃত জমিতে ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করে স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় অভিযোগ এবং পুনরায় ২ জনকে আসামী করে আদালতের মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নে দক্ষিণ কেরোয়া গ্রামের খলিলুর রহমান মুন্সি বাড়িতে। এ ঘটনায় আদালত প্রয়োজনীয় নেওয়ার জন্য এবং পরবর্তিতে তারিখে উভয় পক্ষকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার ও ক্ষতিগ্রস্ত ইসমাইল সাংবাদিকদের জানান, একই এলাকার আবদুল খালেকের সাথে দীর্ঘদিন জমি নিয়ে রিবোধ চলে আসছে তাদের। কয়েকদিন ধরে ওই বিরোধকৃত জমিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইট সিমেন্ট ব্যবসায়ী লিটন মোল্লার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মো. হাসান তার লোকদের নিয়ে জোরপূর্বক ভবণ নির্মাণ শুরু করে। এ ঘটনায় গত ২০ জানুয়ারি সকালে হাসানকে ভবন নির্মাণে বাঁধা দিলে তারা ইসমাইলকে মারধর করার প্রস্তুতি নেয়। পরে ইসমাইল এলাকায় বিচার না পেয়ে ওই দিন দুপুরে লক্ষ্মীপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ইসমাইল বাদী হয়ে প্রতিপক্ষ হাসানসহ ৬ জনকে আসামী করে মামলা করেন (মিছ মামলা নং-৬৫/২০)। পরে বিরোধকৃত ঐ সম্পত্তির উপর কোন কাজ না করতে উভয়পক্ষকে নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ অমান্য করে আবাও মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ভবন নির্মাণ শুরু করে। এ ঘটনায় ঐ আদালতে হাসান ও তার স্ত্রীসহ অজ্ঞাতদের আসামী করে আরেকটি মামলা করেন। এদিকে মামলা করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন মোল্লা ইসমাইল, সোহাগ ও কাজলকে মারধর করেন এবং ঐ জমিতে ভবন নির্মাণ করার নির্দেশ দিয়ে যান। এ ঘটনায় ইসমাইল থানা পুলিশকে জানিয়ে বুধবার দুপুরে মারধর করায় দ্বিতীয় বার ঐ আদালতে দুইজনকে আসামী করে মামলা করেন ইসমাইল। এ ঘটনায় অভিযুক্ত লিটন মোল্লা জানান, হাসানের অনুরোধে তার বাড়িতে গিয়ে ঘটনাটি মীমাংশার চেষ্টা করি। কিন্তু ইসমাইলের লোকজন আমার পরিবার নিয়ে গালমন্দ করায় সামান্য ধাক্কা দিয়েছি। রায়পুর থানার এএসআই নাদিম আকতার জানান, আদালতের নির্দেশনায় উভয়পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিরোধকৃত ঐ ভূমিতে ভবন নির্মাণ করার সংবাদ দিলে হাসানকে সতর্ক করে দেওয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments